কলকাতা: এরকম অবৈধ নির্মাণ (Illegal Construction) রেখে লাভ কি যেখানে মানুষের জীবনহানির আশঙ্কা থাকে? বিধাননগরের বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবগননমের। বেআইনি নির্মাণ ভাঙ্গার ব্যাপারে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই পক্ষান্তরে সমর্থন ডিভিশন বেঞ্চের।
বিধাননগর পুরসভার ৩৫, ৩৬ নম্বর ওয়ার্ডের প্রায় ৩৩৩ টি অবৈধ নির্মাণ। তা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর নির্দেশের পর বিধাননগর পুরসভার কমিশনার একটা টিম তৈরি করে তথ্য সংগ্রহ করে বিতর্কিত অবৈধ বেশ কিছু বাড়ি ভেঙে দিতে বলেছিল।
আরও পড়ুন: শ্লীলতাহানি-কাণ্ডে সিসিটিভির ফুটেজ সাধারণ মানুষকে দেখাল রাজভবন
এরপর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ওই বাড়িগুলোর বাসিন্দারা। কলকাতা হাইকোর্টের কাছে তাঁদের দাবি, কমিশনার যখন হিয়ারিং করিয়েছে তখন তাঁদের কে না শুনে এক পক্ষ মত দিয়েছে বিধান নগর পুরসভা।
এই বিষয়ে প্রধান বিচারপতি বলেন, এরকম অবৈধ নির্মাণ রেখে লাভ কি যেখানে মানুষের জীবন হানির আশঙ্কা থাকে ? পুরসভার কমিশনারকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, বিধাননগর পুরসভার কমিশনারকে ফের একবার ওই বাড়ির বাসিন্দাদের বক্তব্য শুনতে হবে । তাঁদের বক্তব্য শুনে যদি কমিশনার মনে করেন ওই বাড়ি অবৈধ, তাহলে তা ভেঙে দিতে পারে।
আরও খবর দেখুন