কলকাতা: লোকসভা ভোটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্য বিতর্ক সভায় বসার আমন্ত্রণ জানালেন দেশের তিন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁরা হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম বি লোকুর, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এ পি শাহ এবং বিশিষ্ট সাংবাদিক এন রাম। তিনজনের স্বাক্ষরিত আমন্ত্রণপত্র প্রকাশিত হয়েছে প্রবীণ সাংবাদিক এন রামের এক্স হ্যান্ডেলে।
আমন্ত্রণপত্রের বয়ানে লেখা হয়েছে, এই সাধারণ নির্বাচনে সাধারণ মানুষ শুধু অভিযোগ এবং নেতাদের নানা চ্যালেঞ্জ আর বাণী শুনছে। কিন্তু কোনও পক্ষই অর্থবহ জবাব দিচ্ছে না জনগণের। অন্যদিকে এখনকার ডিজিটাল বিশ্বে ভুল তথ্য, ভুল উপস্থাপনা এবং তথ্যের নানান কারচুপির সুযোগ রয়েছে। কিন্তু সাধারণ মানুষকে সব দিক থেকে ভোটের রাজনীতি সম্পর্কে যথাযথভাবে শিক্ষিত করে তোলার কোনও প্রচেষ্টা নেই। সেই প্রচেষ্টা বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সঠিক প্রার্থীকে বেছে নিতে সক্ষম হবে।
আরও পড়ুন: দেবের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের বিজেপির
আমন্ত্রণকারীরা মনে করেন, অবাণিজ্যিক এবং পক্ষপাতহীন এমন মঞ্চের মাধ্যমে সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের মুখ থেকে সরাসরি সবকিছু শোনার সুযোগ পেয়ে লাভবান পাবেন। স্বাস্থ্যকর এবং শক্তিশালী গণতন্ত্রের স্বার্থে এবং মানুষকে ভোট রাজনীতি সম্পর্কে শিক্ষিত করার লক্ষ্যে এমন পদক্ষেপ ভীষণভাবে দৃষ্টান্তমূলক হবে বলে এই তিন বিশিষ্ট মনে করেন।
দেখুন আরও অন্যান্য খবর: