Sunday, August 3, 2025
HomeকলকাতাPartha Chatterjee: ডিসেম্বরে কী হবে? কোর্ট চত্বরেই জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee: ডিসেম্বরে কী হবে? কোর্ট চত্বরেই জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়

Follow Us :

কলকাতা: রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেওয়া তিনটি তারিখের মধ্যে আজ ছিলো প্রথম তারিখ। শুভেন্দু বলেছিলেন, ‘‘ডিসেম্বরের ১২–১৪–২১ তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।’’ তৃণমূল (TMC) প্রসঙ্গে শুভেন্দুর (Suvendu Adhikari) এই মন্তব্য প্রসঙ্গেই আজ পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সাংবাদিকরা প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাবেই ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে কিছুটা বিরক্ত হয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘‘তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না।’’

প্রসঙ্গত, সোমবার এসএসসির (SSC) শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। সেখানেই হাজির করানো হয় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)।

আরও পড়ুন:Calcutta Medical College: মেডিক্যালে অনশন জারি, অনশনকারী পড়ুয়াদের দেখতে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য্য

উল্লেখ্য, ১৫০ দিনের উপর জেলেই রেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর পাশাপাশি শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্যও জেলে। জামিন না দিয়ে, আর কত দিন তাঁদের জেলে পাঠানো যায়? শিক্ষক নিয়োগ নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেচেন বিচারপতি। এই অবস্থায় আজ ফের একবার আলিপুর আদালতে তোলা হয় পার্থদের।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39