‘হাড্ডি'(Haddi) ছবিতে এক রূপান্তরকামীর চরিত্রে পাওয়া যাবে বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীকে(Nawazuddin Siddiqui)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নওয়াজের সেই লুক(Look)। তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে যথেষ্ট সারা ফেলেছে সেই ছবি অর্থাৎ তাঁর অভিনব লুক। আগেই তিনি জানিয়েছিলেন যে এই ছবিতে তিনি দ্বৈত চরিত্রে(Double Role) অভিনয় করবেন একজন রূপান্তরকামী(Transgender) এবং অন্যজন মহিলা চরিত্র(Female Charecter)। নামাজের আগামী ছবি ‘হাড্ডি’র প্রথম লুক প্রকাশ্যে আসা মাত্রই তা নিয়ে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছিল।
প্রসঙ্গত, আজ আবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় এই অভিনেতা। আগামী বছর বড় পর্দায় আসতে চলেছে ‘হাড্ডি’।
পরনে লাল শাড়ি কানে এবং গলায় ভারী গহনা, ঠোঁটে লাল লিপস্টিক, চুল আলগা খোঁপা আর কপালে টিপ। হঠাৎ দেখলে অভিনেতাকে চেনা দায়। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার চোখে গ্রেফতার হয়ে যাচ্ছি আমি বাঁচতে চাই না তবুও বেঁচে চলেছি’। একজন মহিলার চরিত্রেও তাঁকে দেখা যাবে এই ছবিতে। আজ নিজের সেই লুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন নওয়াজউদ্দিন। ‘হাড্ডি’ ছবিতে দুটি একেবারে আলাদা রকমের চরিত্রে পর্দায় দেখা যাবে তাঁকে। অক্ষত অজয় শর্মা পরিচালিত এই ছবি নিয়ে নওয়াজ যথেষ্ট আশাবাদী।