কলকাতা: চার বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনালে উঠল বার্সেলোনা (FC Barcelona)। দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নাপোলির (Napoli) বিরুদ্ধে ১-১ ড্র করে এসেছিল জাভির (Xavi) ছেলেরা। মঙ্গলবার রাতে ক্যাম্প নিউতে তাদের ৩-১ হারাল তারা। গোল করলেন ফার্মিন, জোয়াও ক্যানসেলো এবং রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। নাপোলির হয়ে একমাত্র গোল আমির রহমানির।
ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় প্রথম গোল দেয় বার্সা, তার দু’ মিনিট পরেই দ্বিতীয় গোল। ৩০ মিনিটে এক গোল শোধ দেয় ইতালির ক্লাব। তারপর আরও আক্রমণ শানাতে থাকে তারা। কাতালুনিয়ার ক্লাবের ভাগ্য ভালো, সে সময় গোল হজম করতে হয়নি। দ্বিতীয়ার্ধেও আক্রমণ-প্রতি আক্রমণে খেলা চলতে থাকে। ম্যাচের শেষের দিকে নাপোলির কফিনে শেষ পেরেক পুঁতে দেন লেওয়ানডস্কি।
আরও পড়ুন: বিশেষ মাইলফলক স্পর্শের দিন লিটল মাস্টারকে কী উপহার দিয়েছিলেন কপিল?
6/8… ?
The quarter-finals are looking ?#UCL pic.twitter.com/I5xpZ8GW7D
— UEFA Champions League (@ChampionsLeague) March 12, 2024
মঙ্গলবারের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হল আর্সেনাল (Arsenal) এবং এফসি পোর্তোর (FC Porto) মধ্যে। দুই লেগ মিলিয়ে ফলাফল ১-১ হ্ওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানেও ফয়সালা না হওয়ায় টাইব্রেকার হয়। গোলকিপার দাভিদ রায়ার (David Raya) দস্তানার দাপটে ৪-২ ফলে জেতে লন্ডনের ক্লাব। টাইব্রেকারে দুটি শট আটকে নায়ক রায়া।
ইতিমধ্যেই যে ছ’টি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা হল— বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যাঞ্চেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল এবং বার্সেলোনা। বুধবার রাতে রয়েছে দুটি ম্যাচ, অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম ইন্টার মিলান এবং বরুসিয়া ডর্টমুন্ড বনাম পিএসভি। এই দুই ম্যাচের বিজয়ী নিশ্চিত হওয়ার পরেই কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা করবে উয়েফা।
দেখুন অন্য খবর: