Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঅনুব্রতর দেখানো পথেই তৃণমূল লোকসভায় লড়বে বীরভূমে, জানালেন কাজল শেখ
Anubrata Mondal

অনুব্রতর দেখানো পথেই তৃণমূল লোকসভায় লড়বে বীরভূমে, জানালেন কাজল শেখ

ভোটে দুটি আসনেই জয়ের ব্যাপেরে আশাবাদী কাজল

Follow Us :

সিউড়ি: বীরভূমের (Birbhum) দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন তিহাড় জেলে। তাঁর অনুপস্থিতিতে এখনও বীরভূমের তৃণমূল তাঁরই দেখানো পথ চলছে। অন্তত আগামী লোকসভা নির্বাচনে (Loksabha Vote) সেই পথেই এগোবে সেখানকার তৃণমূল। লোকসভা ভোটে বীরভূমে অনুব্রত মণ্ডলের দেখানো পথেই হেঁটে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে। এমনই আশাবাদী বীরভূম জেলা পরিষেদর সভাধিপতি কাজল শেখ। একসময় অনুব্রতর সঙ্গে তাঁর আদায় কাঁচকলায় সম্পর্ক থাকলেও একান্ত সাক্ষাৎকারে সংগঠক অনুব্রতর প্রতি তাঁর মুগ্ধতা ঝরে পড়ল। তিনি বলেন, লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে অবশ্যই খারাপ লাগছে। তিনি আমার অভিভাবক। বিভিন্ন দুর্নীতিতে জেলবন্দী বিধায়ক, মন্ত্রী এমনকী নিজ জেলার সভাপতি। সন্দেশখালি ইস্যু, নির্বাচনের আগে বঙ্গে ঘনঘন প্রধানমন্ত্রী। তিনি জানালেন, এই সব কোনও ইস্যুই ভোট ব্যাংকে প্রভাব পড়বে না।

কাজল শেখ বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন রাজনৈতিক ষড়যন্ত্র, চক্রান্ত ছাড়া কিছু না। আমাদের ভোটাধিকারের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার গঠন হয়েছে। আমাদের রেশন, ভোটার এবং আধার কার্ড রয়েছে। নতুন করে আবার দেশের নাগরিক প্রমাণ করার কী আছে? এর জবাব বাংলার মানুষ ব্যালটে দেবেন।  জেলা তৃণমূলের কোর কমিটির সঙ্গে কাজলের দ্বন্দ্ব বীরভূমে এখন প্রকাশ্যে। তবে সব কিছু গুরুত্ব দিতে নারাজ জেলা পরিষদের সভাধিপতি। তিনি বলেন,  আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক।

আরও পড়ুন: কলকাতার ব্যবসায়ীর দেহ উদ্ধার নিমতায়

লোকসভা নির্বাচনের মধ্যে বীরভূমে বিজেপির গৃহযুদ্ধ। সেই বিষয়ে কাজল বলেন, ওদের বিষয়ে যত কম কথা বলা যায় তত ভালো। অযথা অকারণে তাদের প্রচার দিয়ে লাভ নেই। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার নাম আগে কখনও শুনিনি। আগে নাকি দুবার হেরেছে। এবারও হারবে। বীরভূমের বোলপুর ও বীরভূম এই দুটি লোকসভা কেন্দ্র তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular