নয়াদিল্লি: অরণ্য ধ্বংস হওয়া নিয়ে চিন্তিত সারা বিশ্ব। আবহাওয়ার যে বড় পরিবর্তন হচ্ছে, ঊষ্ণতা বাড়ছে তার জন্য অরণ্য ধ্বংস হওয়াকে দায়ী করেন বিশেষজ্ঞেরা অনেকেই। এই অরণ্য ধ্বংস হওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই ভারতও। এই দেশে কত অরণ্য ধ্বংস হয়েছে তা শুনলে বিস্মিত হতে হয়। জানা গিয়েছে, ২০০০ সাল থেকে দেশে ২.৩৩ মিলিয়ন হেক্টর অরণ্য ধ্বংস হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের জবাব তলব জাতীয় পরিবেশ আদালতে।
গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী, অসম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মনিপুরে ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ষাট শতাংশ অরণ্যাঞ্চল উবে গিয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ২.৩৩ মিলিয়ন হেক্টর বা প্রায় ১৭২ লক্ষ বিঘে অরণ্য হারিয়ে গিয়েছে। সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত এই খবরের ভিত্তিতে আদালত স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে।
আরও পড়ুন : শনি ও রবি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
বিভিন্ন উপগ্রহের চিত্রের ভিত্তিতে গ্লোবাল ফরেস্ট ওয়াচ অরণ্য নিধনের তথ্য সংগ্রহ করে। সেই রিপোর্ট অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে দেশের আর্দ্র বনাঞ্চলের প্রায় চার লক্ষ ১৪ হাজার হেক্টর অংশ ধ্বংস হয়েছে। শুধু তাই নয়, ২০১৫ সাল থেকে দেশে অরণ্য ধ্বংস করার হার বেড়েছে। যে বৃদ্ধির হার বিশ্বে দ্বিতীয়।
আদালত মনে করে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ১৯৮০, দি এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট ছাড়াও এনভায়রনমেন্ট প্রটেকশন অ্যাক্ট এই দেশে লঙ্ঘিত হয়ে চলেছে। এই অভিমত দিয়ে উপরোক্ত মন্ত্রকগুলি ছাড়াও সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তাকে দেশের অরণ্যাঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দিতে বলেছে আদালত। বিশেষ করে ২০০০ সাল পরবর্তীকালে উত্তর-পূর্বাঞ্চলের তথ্য পেশ করতে বলা হয়েছে।
আরও খবর দেখুন