কলকাতা: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর ভারতের দলের কোচ কে হবে তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। জল্পনা চলছে, একাধিক দেশি-বিদেশি কোচের কাছে তাঁদের আগ্রহের কথা জানতে চেয়েছে বিসিসিআই (BCCI)। এই জল্পনার কিছু মিথ্যে কিছু সত্যি। যেমন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং (Ricky Ponting) স্বীকার করলেন তাঁর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল। অজি কিংবদন্তি এও জানিয়েছেন, জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে তাঁর ষোলো আনাই আছে, কিন্তু এখন যথার্থ সময় নয়।
২৬ মে আইপিএল (IPL 2024) ফাইনাল আর তার পরের দিন হল ভারতীয় কোচের পদে আবেদন করার শেষ দিন। দ্রাবিড় নতুন করে আবেদন করতে চান না তাও জানা গিয়েছে। এই সময়ে নাম ভেসেছে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming), সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল জয়ী কোচ টম মুডি (Tom Moody), কেকেআর মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir), রিকি পন্টিং এবং এমনকী মাহেলা জয়বর্ধনেরও। প্রত্যেকের কাছেই বিসিসিআই তাঁদের আগ্রহ জানতে চেয়েছে বলে জল্পনা।
আরও পড়ুন: আইপিএলে শেষ ম্যাচ খেলে ফেললেন দীনেশ কার্তিক!
পন্টিংয়ের ক্ষেত্রে বিষয়টি জল্পনা নয়, সত্যি। তিনি বলেন, “আমি এ নিয়ে প্রচুর রিপোর্ট দেখেছি। সাধারণত সোশ্যাল মিডিয়ায় এসব ভেসে ওঠে আমরা কিছু জানার আগেই। কিন্তু এক্ষেত্রে আইপিএল চলাকালীন কিছু কথাবার্তা হয়েছে। আমি আদৌ আগ্রহী কি না সেটাই জানতে চাওয়া হয়েছিল।”
দু’বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এরপর বলেন, “একটা জাতীয় দলের সিনিয়র কোচ হতে আমার দারুণ লাগত। কিন্তু অন্য বেশকিছু বিষয়ে জড়িয়ে আছি, এবং পরিবারকে বেশি করে সময় দেওয়াও আছে… সবাই জানে ভারতীয় দলের কোচ হলে আইপিএল টিমের সঙ্গে থাকা যাবে না। তাছাড়া জাতীয় দলের কোচ হওয়া মানে বছরে ১০-১১ মাস কাজের মধ্যে থাকা। এই মুহূর্তে আমার লাইফস্টাইলের সঙ্গে খাপ খাবে না।”
দেখুন অন্য খবর: