Wednesday, July 30, 2025
Homeবিনোদনব্যর্থ সব চেষ্টাই, হারালাম আমরা 'আত্মারাম'-কে
Uday Shankar Paul

ব্যর্থ সব চেষ্টাই, হারালাম আমরা ‘আত্মারাম’-কে

না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা উদয় শংকর পাল

Follow Us :

অর্ক্য চট্টোপাধ্যায়, কলকাতা: অসংখ্য কাজ অসম্পূর্ণ রেখেই অভিনয় জগত থেকে চিরবিদায় নিলেন বর্ষীয়ান অভিনেতা উদয় শংকর পাল (Uday Shankar Paul)। রেখে গেলেন ভূতের ভবিষ্যতে ‘আত্মারাম’ থেকে ভূতপরীর দুনিয়ার ‘বানোয়ারী’-কে। অভিনয় জগতের সঙ্গে ছিল তাঁর নিবিড় বন্ধন। নাটকের মঞ্চেই হোক বা সিনেমার পর্দায়, যেখানে যেমন চরিত্র পেয়েছেন মন দিয়ে শুধু অভিনয়টা করে গেছেন। কাজ করেছেন ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’-র মতো একাধিক ছবিতে। অভিনয়ের নেশায় বিয়ে-সংসার কিছুই করেননি উদয় বাবু। জীবনের লড়াইয়ে একাই লড়ছিলেন। সোমবার সেই সব লড়াই শেষ হল।

উদয় বাবুর মৃত্যুতে শোকাহত পরিচালক অভিজিৎ পাল (Abhijit Paul)। একান্ত কথোপথনে তিনি জানিয়েছেন, “উদয় দা যাওয়ার আগে বলেছিল তোর কাজ আর অনিকের ডাবিংটা বাকি আছে, আগে ওগুলো করবো। তারপর রেস্ট নেবো। আমি বড্ড একা হয়ে গেলাম।”

আরও পড়ুন:   পথকুকুরদের জন্য বিক্রম এবার কালভৈরব!

অভিজিৎই প্রথম অভিনেতার অসুস্থতার খবর জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু চিকিৎসার বিপুল খরচ বহন করার ক্ষমতা ছিল না অকৃতদার উদয় বাবুর। তাই চিকিৎসার বিষয়ে গিল্ডের সঙ্গে যোগাযোগ করেন অভিজিৎ। আর্টিস্ট ফোরাম, বিশেষ করে পরিচালক অনীক দত্ত, অভিনেতা দেবদূত ঘোষ (Debdut Ghosh), শৈবাল মিত্র, সুমিত সমাদ্দারদের সহযোগিতায় বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন অভিনেতা উদয় শংকর পাল। গতকাল হাসপাতালেই সন্ধ্যা সাড়ে ৬টা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা।

অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা লিখেছেন, আমার প্রথম ছবি থেকে শুরু করে আমার শেষ, সব ছবিতেই উদয় বাবু ছিলেন। আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন।

 

উল্লেখ্য, পরিচালক অনীক দত্ত ও অভিজিৎ পালের আগামী ছবিতে কাজ করছিলেন অভিনেতা উদয় শংকর পাল। কিন্তু সেই কাজ তিনি শেষ করে যেতে পারলেন না। একান্ত কথোপথনে অনীক দত্ত জানিয়েছেন, “খুবই ভালো মানুষ ছিলেন উদয় বাবু। মিশুকে, নতুন কোনও কাজ শুরু হলেই আমাকে বলতো- আমাকে রাখছ তো? আমিও চেষ্টা করতাম চরিত্র দেওয়ার। ছোট চরিত্র হলেও অভিনয়টা খুব ভালো করত। ভালো শিল্পী। আমার শেষ ছবিতেও কাজ করেছে, এখনও ডাবিং হয়নি। অভিনয় জগতের ক্ষতি হল।”

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | সংসদে মোদি মুখ খুলতেই ট্রাম্পের শুল্ক বো/মা
00:00
Video thumbnail
Mamata Thakur |আমি বাঙালি গর্বিত বাংলা ভাষায় কথা বলে,অপারেশন সিঁদুর নিয়ে ঝাঁঝাল বক্তব্য মমতা ঠাকুরের
00:00
Video thumbnail
TMC | তৃণমূলের প্রেস কনফারেন্সে বি/স্ফো/রক ঘটনার বর্ণনা পরিযায়ী নি/র্যাতি/তার
01:39:17
Video thumbnail
PM Modi | Mohan Bhagwat | চরম ল/ড়া/ই মোদি-ভগবতের,বারবার পিছোচ্ছে বিজেপির সভাপতি নাম ঘোষণা!
01:31:22
Video thumbnail
Droupadi Murmu | দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি, দেখুন সেই ভিডিও
01:42:25
Video thumbnail
Jal Jeevan Mission | জল জীবন On a Mission দেখুন স্পেশাল রিপোর্ট
06:18
Video thumbnail
Beyond Politics | সংসদের বাদল অধিবেশন রাহুল-মোদির গরমাগরম ভাষণ
09:56
Video thumbnail
আজকে (Aajke) | বঙ্গ বিজেপি পড়েছে চরম বি/পদে, ভুল বকছেন নেতারা
11:42
Video thumbnail
Fourth Pillar | রাজা, তুই ন্যাং/টো কেনে?
11:50
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | মুখ খুলতেই ট্রাম্পের শুল্ক খাঁ/ড়া?
47:36