আমেদাবাদ: আজ সরাসরি ফাইনালে ওঠার লক্ষ্যে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। হায়দরাবাদের ব্যাটিং শক্তির কথা কারও অজানা নয়। দুই ওপেনার ট্রাভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মাই (Abhishek Sharma) ম্যাচ নিয়ে চলে যেতে পারেন। তারপর এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন তো আছেনই। মিচেল স্টার্ক (Mitchell Starc), হর্ষিত রানা, সুনীল নারিন (Sunil Narine), বরুণ চক্রবর্তীদের আজ বড় পরীক্ষা।
ফিল সল্ট (Phil Salt) দেশে ফিরে যাওয়ায় নাইটদের ব্যাটিং বিভাগে বড় ধাক্কা লেগেছে তাতে সন্দেহ নেই। তাঁর জায়গায় আজ রহমানুল্লাহ গুরবাজের (Rahmanullah Gurbaz) খেলা নিশ্চিত। কিন্তু কোনও রকম ম্যাচ প্র্যাকটিস ছাড়া নেমেই চার-ছয় হাঁকাবেন আফগান ওপেনার, এমন আশা করা অন্যায়। সল্টের সঙ্গে নারিনের ওপেনিং জুটি এই আইপিএলের অন্যতম সেরা। এবার দেখার যে নারিন গুরবাজকে নিয়েও কামাল করতে পারেন কি না।
আরও পড়ুন: কোপা আমেরিকার দলে মেসি, অভিযান শুরু ২০ জুন
Two teams. One ladder to reach the Final. Time to cash in! 💼 pic.twitter.com/PrpveH5O6Q
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024
নাইটদের একাদশে সম্ভবত এই একটা মাত্র বদল হবে আজ। গৌতম গম্ভীর (Gautam Gambhir) অদলবদলে খুব একটা বিশ্বাসী নন। তিনি একটা ১১ জনের সেট টিম করেন, তাকেই খেলিয়ে যান। লাগাতার ব্যর্থ না হলে কাউকে বসান না তিনি। এ মরসুমে কেকেআরের কেউ লাগাতার ব্যর্থ বলা যাবে না। শুরুর দিকে খারাপ খেললেও পরে শুধরে নিয়েছেন স্টার্ক। চিন্তা এখন শুধু রিঙ্কু সিংকে (Rinku Singh) নিয়ে। এ মরসুমে তাঁর ব্যাটে খরা চলছে। প্লে পর্যায়ে সেই খরা কাটাতে পারলে ফের তাঁকে নিয়ে হই চই হবে।
বল হাতে ভালো পারফর্ম করলেও ব্যাটিংয়ে সেই বিধ্বংসী আন্দ্রে রাসেলকে (Andre Russell) দেখা যাচ্ছে না। মরসুমের প্রথম ম্যাচে এই হায়দরাবাদের বিরুদ্ধেই ২৫ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তিনি। আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ব্যাটিং পিচে তেমন কিছু দেখা যাবে কি? সবকিছু জানা যাবে আর কয়েক ঘণ্টা পরেই। সন্ধে ৭.৩০টায় শুরু কোয়ালিফায়ার ওয়ান।
নাইটদের সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা/ মণীশ পাণ্ডে
দেখুন অন্য খবর: