Sunday, August 3, 2025
HomeScrollআটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা চলছে: জয়শঙ্কর
Bangladesh Unrest

আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা চলছে: জয়শঙ্কর

Follow Us :

নয়াদিল্লি: আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা চলছে। মঙ্গলবার রাজ্যসভায় বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন রাজ্যসভার চেয়রাম্যান জগদীপ ধনখড়ের উদ্দেশে বিদেশমন্ত্রী বলেন, বাংলাদেশে জুলাই মাস থেকে অশান্তি চলছে। ২১ জুলাই সুপ্রিম কোর্টের কোটা নিয়ে রায়ের পরও বাংলাদেশ শান্ত হয়নি। আন্দোলনের একটাই দাবি হয়ে ওঠে হাসিনার পদত্যাগ। বাংলাদেশে আটকে থাকাদের মধ্যে ৮ হাজার পড়ুয়া রয়েছে। তাঁদের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের যত দ্রুত সম্ভব দেশে ফেরানো চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে এসেছেন। বাংলাদেশের সরকারি ভবনে হামলা হচ্ছে। অশান্ত বাংলাদেশে আক্রান্ত হচ্ছে পুলিশ। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার সর্বদল বৈঠক (all Party Meet) করে কেন্দ্রীয় সরকার। এদিন সকাল ১০টায় সংসদের অ্যানেক্স ভবনে বৈঠক হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Unrest) ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ( S Jaishankar)।

আরও পড়ুন: উত্তপ্ত বাংলাদেশ, সর্বদল বৈঠকে কী বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী?

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্যরা। একইসঙ্গে বৈঠকে যোগ দেন বিরোধি দলনেতা রাহুল গান্ধীও। এছারাও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ওই বৈঠকে উপস্থিত থাকেন বলে সূত্রের খবর। এরপরই রাজ্যসভায় বাংলাদেশ ইস্যু নিয়ে বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39