Thursday, August 14, 2025
HomeScrollকর্মবিরতির মাঝেও বসিরহাট স্বাস্থ্য জেলায় পরিষেবা সচল
Basirhat Hospital

কর্মবিরতির মাঝেও বসিরহাট স্বাস্থ্য জেলায় পরিষেবা সচল

Follow Us :

বসিরহাট: চারদিকে যখন কর্মবিরতি চলছে, তখন দেখা গেল অন্য ছবি। মানবিক মুখ বসিরহাটের চিকিৎসক ও নার্সদের। বসিরহাট স্বাস্থ্য জেলায় পরিষেবা সচল। শনিবার সকাল থেকে বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক ও তিনটি পুর এলাকার বিভিন্ন জায়গা থেকে যেসব মুমূর্ষু রোগীরা আসেন তাদের পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালে কর্মীরা।

যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেডিক্য়াল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল ও জেলা হাসপাতালে চিকিৎসক ও নার্সদের কর্মবিরতির ছবি উঠে আসছে, সেখানে এক প্রকার ভিন্ন ছবি দেখা গেল বসিরহাট হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে। আরজি কর কাণ্ডে প্রতিবাদে সরব হয়েও মানুষের চিকিৎসার পরিষেবার কোনওরকম খামতি রাখছেন না হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। বিশেষ করে দূরারোগ্য ব‍্যাধিতে যারা আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে যাঁদের অবিলম্বে চিকিৎসার প্রয়োজন, তাঁদের দিকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা। তাঁরা জানাচ্ছেন, প্রতিবাদে আমরা সামিল আছি। কিন্তু মানুষের পরিষেবা দিতে আমরা বাদ্ধপরিকর।

আরও পড়ুন: 3D মেশিন নিয়ে আরজি করে সিবিআই

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular