বিদেশঃ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি বিমানবন্দর। রবিবার রাতে বিস্ফোরণের কারণে মৃত তিন চীনা নাগরিক। আহত অগুনতি। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। ঘটনার পর করাচি বিমানবন্দরে জারি হয়েছে ‘হাই অ্যালার্ট’। সাধারণ মানুষের গতিবিধিও নিয়ন্ত্রণ করছে কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই বেশ কয়েকটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ক্যামেরায় ধরা পড়েছে বিস্ফোরণের তীব্রতার ছবি। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের তিব্রতা এতটাই ছিল যে শহরের বিভিন্ন প্রান্তে সহ শব্দ শোনা যায়।
আরও পড়ুনঃ দিল্লি হিংসায় অভিযুক্ত উমর খালিদের জামিনের আবেদন মুলতুবি
পাকিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান জানান, আইইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। নেপথ্যে রয়েছে বালোচ লিবারেশন আর্মি। রবিবার রাতে কয়েকজন চীনা ইঞ্জিনিয়ার করাচিতে নামেন। তাঁদের কনভয়ে চলে হামলা। পাকিস্তানের কাসিম বন্দরে চীনের অনুদানে নির্মিত বিদ্যুৎ প্রকল্পে তাঁদের যাওয়ার কথা ছিল।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানোর পাশাপাশি পাকিস্তানে থাকা চীনা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ করা হয়েছে চীনের দূতাবাসের পক্ষ থেকে।
দেখুন অন্য খবরঃ