Monday, October 6, 2025
spot_img
Homeবাংলাদেশিদের ফেরত পাঠানো অসম সরকারের বিরুদ্ধে মামলায় কী বলল সুপ্রিম কোর্ট  

বাংলাদেশিদের ফেরত পাঠানো অসম সরকারের বিরুদ্ধে মামলায় কী বলল সুপ্রিম কোর্ট  

নয়াদিল্লি: ‘এখানে নয় হাইকোর্টে যান।’ অনুপ্রবেশকারী বাংলাদেশি (Bangladeshi) হিসেবে চিহ্নিত করে অসম সরকারের (Assam Government) ফেরত পাঠানো চ্যালেঞ্জ করে হওয়া মামলা খারিজ করে মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। চিহ্নিত অনুপ্রবেশকারীদের ফেরত না পাঠানোয় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত অসম সরকার সম্প্রতি নাগাড়ে বাংলাদেশি হিসেবে সন্দেহভাজনদের ফেরত পাঠানোর চেষ্টা করছে। অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশ (Bangladesh) তাদের ফেরত নিতে চাইছে না। বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের মধ্যে এদিন অসম সরকারের এমন প্রচেষ্টা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্তরা। সেখানেই বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সতীশচন্দ্র শর্মা আবেদনকারীদের হাইকোর্টে যেতে নির্দেশ দেন।

আদালতের মন্তব্য, ৬৯ জনকে সরকারিভাবে এখনও পর্যন্ত ফেরত পাঠানো হয়েছে। এই নিয়ে কোনও কথা হবে না, গুয়াহাটি হাইকোর্টে (Guwahati High Court) যান। রাজ্য সরকার এদেশীয় নাগরিকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। তাদের অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দিয়ে এমন প্রচেষ্ট চালানো হচ্ছে বলে অভিযোগ করে অল বিটিসি মাইনরিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: বাংলাদেশে জামায়াতের আরও নিষেধাজ্ঞা উঠল, খুলল ভোটের দরজা

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ৬৩ জন ঘোষিত বিদেশিকে অবিলম্বে বাংলাদেশে পাঠানোর নির্দেশ দেয়। কারণ তাদের রাষ্ট্রীয় পরিচয় প্রতিষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের অভিযোগ, ৪ ফেব্রুয়ারির ওই নির্দেশকে সামনে রেখে মূলত সংখ্যালঘুদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News