Friday, September 19, 2025
বাঙালি কাউন্টডাউন
Home'অরুণ জেটলিকে বলেছিলাম লন্ডন যাচ্ছি': বিজয় মালিয়া

‘অরুণ জেটলিকে বলেছিলাম লন্ডন যাচ্ছি’: বিজয় মালিয়া

ওয়েব ডেস্ক: ‘চোর’ শব্দে আপত্তি বিজয় মালিয়ার (Vijay Mallya)। সাম্প্রতিক এক পডকাস্টে (Podcast) তিনি বলেন, তাঁকে ‘পলাতক’ বললে সমস্যা নেই। তবে তাঁকে ‘চোর’ বলুক একেবারেই চান না ৯০০০ কোটি আর্থিক তছরুপে অভিযুক্ত ‘কিংফিশার’ কর্তা। তাঁর দাবি, তিনি দেশ ছেড়ে পালাননি। তাঁর দেশ ছাড়ার পরিকল্পনা ছিল পূর্ব নির্ধারিত।

নামের আগে ‘চোর’ বসানো প্রসঙ্গে মাল্য বলেন,“আমি দেশে ফিরিনি যেসব কারণে, তার যথেষ্ট ভিত্তি রয়েছে। ঠিক আছে, আপনি যদি তার পরেও পলাতক বলতে চান তো বলুন। কিন্তু ‘চোর’ কোথা থেকে এল? এখানে কোথা থেকে চুরি আসছে?”

২০২৬ সাল থেকে ব্রিটেনে রয়েছেন মালিয়া। ভারতে ফেরা প্রসঙ্গে বলেন, “যদি স্বচ্ছ বিচার এবং সম্মানজনক ভাবে জীবন কাটানোর বিষয়ে আশ্বস্ত করা হয়, তা হলে আমি বিষয়টি নিয়ে সত্যিই ভেবে দেখব।”

পাশাপাশি, পডকাস্টেও বিমান সাম্রাজ্য ‘কিংফিশার’-এর পতন নিয়ে মুখ খোলেন মাল্য। তিনি জানান, ২০০৮ সালে আন্তর্জাতিক অর্থনৈতিক সঙ্কটের কারণে কিংফিশার বিমান সংস্থার বেহাল দশা হয়। অরুণ জেটলিকে তিনি বলেন লন্ডন যাচ্ছেন। মাল্যের সব মন্তব্যের প্রেক্ষিতে ভারতের তরফে এখনও পর্যন্ত কেউ আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি।

একসময়ে ‘কিংফিশার’ উড়ান সংস্থার মালিক ছিলেন মাল্য। নিজের এয়ারলাইন্সের জন্য ১৭টি ব্যাঙ্ক থেকে ন’হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। সেই টাকা মেটাতে না পারায় ২০১৬-র মার্চ মাসেই দেশ ছাড়েন কিংফিশার কর্তা। তাঁকে সরকারি ভাবে ‘পলাতক’ ঘোষণা করা হয়। এরপর ২০১৭ সালে লন্ডনে গ্রেফতার হন তিনি। ভারতে ঋণখেলাপ-সহ একাধিক মামলায় তাঁকে গ্রেফতার করেছিল স্কটল্যান্ড ইয়ার্ড। গ্রেফতারির ৩ ঘণ্টা কাটতে না কাটতেই জামিন হয় তাঁর। মাল্যকে ফেরানোর জন্য ভারত দীর্ঘ দিন ধরে চেষ্টা চালালেও এখনও কোনও সুরাহা হয়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News