Wednesday, September 17, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিনোদিনী রূপে চমকে দিলেন শুভশ্রী!

বিনোদিনী রূপে চমকে দিলেন শুভশ্রী!

কলকাতা: ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি নিয়ে দর্শকদের মধ্যে বিশেষ উন্মাদনা দেখা গিয়েছে। নটী বিনোদিনীর ভূমিকায় যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এবার নেটিজেনদের বিস্মিত করল ছবিতে বিনোদিনী-রূপী শুভশ্রীর (Subhashree Ganguly in Binodini Look) লুক। নতুন লুকে শুভশ্রীকে দেখে ‘বোঝা দায় আসল না নকল’, বলছেন নেটিজেনরা।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re)-তে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই ঘোষণা করার পর থেকেই বিতর্ক শুরু হয়। এর আগে বিনোদিনীর চরিত্রে এর আগে দেখা গিয়েছিল রুক্মিণী মৈত্রকে। তাই প্রথম থেকে সকলেরই আগ্রহ ছিল বিনোদিনী দাসীর রূপে কেমন লাগবে শুভশ্রীকে তা দেখতে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে এলেন সৃজিতের বিনোদিনী অর্থাৎ শুভশ্রী। কয়েকদিন আগেই সামনে এসেছিল বিনোদিনীর গৌরাঙ্গ রূপের ছবি। সেখানে শুভশ্রীকে দেখা গিয়েছিল চুল কামিয়ে মসৃণ মাথা, দুই হাত তুলে গৌরাঙ্গ বেশে দাঁড়িয়ে আছেন নায়িকা। পরনে গেরুয়া বসন, কপালে চন্দনের তিলক। এবার এল বিনোদিনীর দ্বিতীয় লুকের ছবি। সাদাকালো ছবিতে শুভশ্রী হয়ে উঠেছেন বিনোদিনীর প্রতিচ্ছবি। যা দেখে একঝলকে বোঝা দায় কোনটা আসল আর কোনটা নকল। শনিবার এই ছবি নিজের সোশাল মিডিয়ার পেজে ভাগ করে নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের ছবির চরিত্রদের পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলতে কখনও আপোস করেন না পরিচালক সৃজিত।কপালে টিপ, মাথায় খোঁপা ঢাকা ঘোমটা, কুচি দেওয়া ব্লাউজ আর সাবেকি শাড়ি ও ভারী গয়নায় ‘বিনোদিনী দাসী’ লুকে শুভশ্রীর ছবি প্রকাশ্যে এল। নির্মাতাদের পক্ষ থেকে নটী বিনোদিনী ও শুভশ্রীর এই নতুন লুকের ছবি কোলাজ করে প্রকাশ্যে আনা হয়েছে। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘দেহ পট সনে নট সকলি হারায়..’।

আরও পড়ুন: ভেজা শরীর, চোখে সানগ্লাস হ্যান্ডসম হাঙ্ক হয়ে ধরা দিলেন দেব

সময় এখানে মিলে মিশে একাকার। তিনটে সময়কাল এক সুতোয় বেঁধেছন পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায়। এই ছবিতে ৩টি সময়কালকে তুলে ধরা হবে বলে সৃজিত জানিয়েছেন। এর মধ্যে নটি বিনোদিনী, শ্রীচৈতন্য মহাপ্রভু, গিরীশচন্দ্র ঘোষের মতো চরিত্ররা উঠে আসবে। এখনকার সময় থেকে শুরু করে নব্বইয়ের দশকের মতো সময়কালও উঠে আসবে। আর তিন টাইমলাইনের তিন ভিন্ন চরিত্রও যেন পরিস্থিতির খামখেয়ালে বয়ে যায় একই নদীর খাতে। এবার সকেলর সঙ্গে ভাগ করে নিয়েছেন ফার্স্ট লুকের ছবি। ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) কে। ছবির জন্য যথেষ্ট ওজন কমাতে হয়েছে নায়ককে। তার মাঝেই সামনে এল দিব্যোর চৈতন্য রূপ। অন্যদিকে, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) এই ছবিতে নটী বনোদিনী। নটী বিনোদিনীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল ‘চৈতন্যলীলা’।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News