Monday, November 10, 2025
Homeমার্কিন হামলায় মারাত্মক ক্ষতি ইরানের! বিস্ফোরক দাবি CIA-র

মার্কিন হামলায় মারাত্মক ক্ষতি ইরানের! বিস্ফোরক দাবি CIA-র

ওয়েব ডেস্ক: আমেরিকার (USA) হামলায় কি আদৌ ক্ষতি হয়েছে ইরানের (Iran) পরমাণু ঘাঁটিতে? এই নিয়ে বিগত কয়েকদিনে কম জলঘোলা হয়নি। একদিকে, সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে দাবি করা হয়েছিল, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। অন্যদিকে এবার মুখ খুলে চাঞ্চল্যকর দাবি করল আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ (CIA)। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এই রিপোর্টে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

বুধবার সিআইএ-র পরিচালক জন র‍্যাটক্লিফ জানিয়েছেন, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বলছে, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁর দাবি, “বিশ্বাসযোগ্য তথ্য বলছে, কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিকাঠামো পুনর্গঠনে ইরানের বহু বছর লেগে যাবে।” তিনি আরও জানান, এই মুহূর্তে সিআইএ গোটা বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে।

আরও পড়ুন: উত্তেজনার মাঝেই আমেরিকা-ইরান বৈঠক! বড় ঘোষণা ট্রাম্পের

সিআইএ-র এই মন্তব্যের ঠিক আগেই মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির তরফে এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা পুরোপুরি ধ্বংস হয়নি। ২২ জুনের হামলায় ফোরদো, নাতানজ ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হলেও ইরানের পরমাণু পরিকাঠামোর অনেকটাই অক্ষত রয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়।

তারপরেই প্রশ্নের মুখে পড়েন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ, ইরানে হামলার পর থেকেই তিনি দাবি করে আসেছেন, “আমরা ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করেছি।” তবে নেদারল্যান্ডসে দাঁড়িয়ে তিনি নিজেই বলেন, “হামলা সংক্রান্ত গোয়েন্দা তথ্য এখনও অসম্পূর্ণ। ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।” এর মাঝেই ট্রাম্পকে স্বস্তি দিয়ে এই রিপোর্ট প্রকাশ করল সিআইএ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News