ওয়েব ডেস্ক: আমেরিকার (USA) চোখ রাঙানি উপেক্ষা করে হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান (Iran)। তাতে কিছুটা হলেও চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাই এবার ইরানের সঙ্গে বৈঠকে (US-Iran Meet) বসতে চলেছেন তিনি। সম্প্রতি নেদারল্যান্ডস থেকে তিনি ঘোষণা করেন, আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে ফের আলোচনায় বসার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন।
নেটোর সম্মেলনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, “আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চলেছি। হয়তো একটি চুক্তিও হতে পারে। তবে আমার মতে, সেটা আবশ্যিক কিছু নয়।” তিনি আরও বলেন, “ইরান কিছু দিন আগেও লড়াই চালিয়ে যাচ্ছিল, এখন তারা অনেকটাই থিতু হয়েছে। ফলে চুক্তি হোক বা না হোক, সেটা বড় কিছু নয়।”
আরও পড়ুন: ‘মার্কিন হামলায় পরমাণু কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে’, স্বীকার করল ইরান
তবে আলোচনার বিষয়ে এখনও পর্যন্ত ইরানের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে গত ১৫ জুন ওমানে ষষ্ঠ দফার পরমাণু বৈঠকে বসার কথা ছিল দু’দেশের। কিন্তু তার ঠিক আগেই ইজরায়েল ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালায়। সেই হামলায় আমেরিকার মদত রয়েছে বলে সন্দেহ করে বৈঠক বাতিল করে তেহরান। ইরান জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে আলোচনা অর্থহীন।
এরপরেই পরিস্থিতি কিছুটা বদলায়। বুধবারই পশ্চিম এশিয়ায় আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ইরান ও আমেরিকার মধ্যে আবারও পরমাণু চুক্তি নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। তিনি এও আশা প্রকাশ করেন যে, দুই দেশের আলোচনায় সদর্থক ফল মিলতে পারে।
দেখুন আরও খবর: