Sunday, August 3, 2025
HomeScrollটেলিপাড়ার 'ঐতিহাসিক দিন'
Tollywood-Federation-Cine Technicians

টেলিপাড়ার ‘ঐতিহাসিক দিন’

সমস্যা মিটিয়ে ফেডারেশন-চ্যানেল-প্রযোজকদের একজোট হওয়ার ঘোষণা

Follow Us :

কলকাতা: বাংলা ইন্ডাস্ট্রি ঝামেলা মিটেও যেন মিটছে না। ফেডারেশন বনাম ছোট পর্দার প্রযোজকদের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছে। এই দ্বন্দ্ব মেটাতেই সোমবার টলিপাড়ায় মেগা মিটিংয়ে চ্য়ানেল কর্তৃপক্ষ এবং টেলিপর্দার প্রযোজকদের (Tollywood-Federation-Cine Technicians) সঙ্গে বৈঠক সেরেছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। এই বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। বৈঠকের পর জানানো হয়েছে, হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে সব পক্ষকেই। শুটিং বন্ধ যে আখেরে ইন্ডাস্ট্রিরই ক্ষতি তা বুঝতে পেরেই নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। একই সঙ্গে সমাধান হয়েছে দীর্ঘদিন ধরে লালিত হওয়া বেশ কিছু সমস্যার। বৈঠকের পরে জানানো হয়, বিশেষ ত্রিপাক্ষিক কমিটি গঠন করার পাশাপাশি মহিলা শিল্পী এবং কলাকুশলীদের জন্য উন্নতমানের শৌচালয় গড়ে তোলা হবে। এমনকী বিশেষ ক্যান্টিন এবং ভাল মানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।

টেকনিশিয়নদের বিরুদ্ধেও বারবার উঠেছে অসহযোগিতার অভিযোগ। মাঝে বন্ধ হয়েছিল তিন নতুন মেগার শ্যুটিং (Bengali Television Shooting)। অবশ্য সাময়িক সমঝোতার পরে ফ্লোরে ফেরেন সকলে। বৈঠকে স্বরূপ ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা, নিসপাল সিং রানে, সুশান্ত দাস, রাহুল মোহতা, সানি ঘোষ রায়-সহ জি বাংলা, স্টার জলসা, সান বাংলার মতো চ্যানেলের কর্মকর্তারা। তবে সংশ্লিষ্ট বৈঠকের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে চ্যানেল-প্রযোজক এবং ফেডারেশন মিলে একটি কমিটি গঠন করা হবে। যে কমিটিতে স্টার জলসা, জি বাংলা, সান বাংলা এই তিনটি চ্যানেলের তরফে দুজন করে সদস্য থাকবেন। ফেডারেশন এবং এবং প্রযোজকদের তরফ থেকে থাকবেন তিন সদস্য। এই মেগা মিটিংয়ে স্বরূপ বিশ্বাসের পাশে দেখা গেল প্রযোজক নিসপাল সিং রানে এবং নীলাঞ্জনা শর্মাকে।

আরও পড়ুন: এক ফ্রেমে ঋতুপর্ণা সেনগুপ্ত-চঞ্চল চৌধুরী! নতুন সিনেমা নিয়ে জল্পনা

টেকনিশিয়ানদের অভিযোগ ছিল বেতন বৃদ্ধি হয়নি। তাই তাঁরা নতুন মেগা সিরিয়ালে কাজ শুরু করতে নারাজ। সম্প্রচারে যাতে ব্যাঘাত না ঘটে, এজন্যে পুরনো মেগাগুলির শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খবর ছিল, চ্যানেল-প্রযোজক-টেকনিশিয়ান গিল্ড এবং ফেডারেশন, সব পক্ষের আলোচনা, মীমাংসা হবে। অবশেষে মীমাংসা হল। আশার আলো দেখল টেলিপাড়া। প্রযোজক, ফেডারেশনদের তরফে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেওয়া হল, ‘আর শুটিং বন্ধ নয়’। “৩০ জুন, বাংলা ধারাবাহিকের ঐতিহাসিক দিন। একসঙ্গে পথচলার অঙ্গীকার করেছে ফেডারেশন, চ্যানেল ও প্রযোজকেরা। বিবৃতিতে বলা হয়েছে,চলতি শুটিং বন্ধ করা যাবে না। যদি সমস্যা হয় তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।মহিলাদের শৌচাগার, কলাকুশলীদের জন্য ক্যান্টিন ও স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে এর আগেই সরব হয়েছিল ফেডারেশন। জানা যাচ্ছে অবশেষে সেই সমস্যারও সমাধান হয়েছে। এর আগে টেকনিশিয়ানদের মাইনে বৃদ্ধি নিয়েও সরব হয়েছিল ফেডারেশন। আলোচনার মাধ্যমে সে দিকেও কাজ এগিয়েছে। জানা যাচ্ছে প্রায় ৩০ শতাংশ মাইনে বেড়েছে টেকনিশিয়ানদের।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39