Friday, August 1, 2025
HomeScrollতৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই
Coochbehar

তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই

অন্য অভিযুক্তদের খোঁজে তদন্ত করছে পুলিশ

Follow Us :

কোচবিহার: কোচবিহারের তৃণমূল নেতাকে খুনের চেষ্ঠার অভিযোগে গ্রেফতার দুইজন। বৃহস্পতিবার রাতে ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্তের নাম উঠে আসে। তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়। অন্যদের খোঁজে চলছে তল্লাশি। অভিযুক্তদের শনিবার আদালতে পেশ করা হয়।

বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা তথা কোচবিহার 2 নম্বর অঞ্চলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। সেইসময় বাড়ির সামনেই তাঁর উপরে হামলা চালায় বেশ কিছু দুস্কৃতীরা। তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ করেন তিনি। যদিও, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আপাতত তিনি বিপদমুক্ত রয়েছেন বলেও জানানও হয়েছে হাসপাতালের তরফে । শুক্রবারও কোচবিহার শহরজুড়ে দেখা যায় বিক্ষোভের ছবি। রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ করা হয়। এবার এই ঘটনায় জড়িত থাকার উদ্দেশে দুজনকে গ্রেফতার করল পুলিশ। যার মধ্যে একজন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় এবং অপর জনের নাম উত্তম গুপ্তা। অভিযুক্তদের শনিবার দুপুর বারোটা কুড়ি নাগাদ কোচবিহার জেলা আদালতেই পেশ করা হয়েছে বলে জানানও হয় পুলিশের পক্ষ থেকে।

আরও পড়ুন : কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১

তবে কী কারণে এই ঘটনা ঘটালেন অভিযুক্তরা, তা এখনও স্পষ্ঠ নয় পুলিশের কাছে। এই ঘটনার পিছনে আসল অভিযুক্ত কে, তাও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশের অনুমান, ধৃতদের গ্রেফতার করে জানা যাবে সব তথ্য।
দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39