কলকাতা: গরফা (Garfa) এলাকায় রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হল একুশে জুলাইয়ের (21 July) পোস্টার। ছেঁড়া হল মুখ্যমন্ত্রীর ছবি। আনোয়ার শাহ কানেক্টরের উপর ছিল সেই পোস্টার। মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া নিয়ে শোরগোল এলাকায়। ঘটনাটি ঘটেছে আনোয়ার শাহ কানেক্টরের কাছে।
পুলিশ সূত্রে খবর, শীতলা মন্দিরের কাছে মন্ডলব্রিজ সহ এলাকায় একুশে জুলাইয়ের পোস্টার লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেখানেই একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: নন্দীগ্রামে জনবসতি এলাকায় ক্যানেলে মহিলার দেহ
জানা গিয়েছে, রাতের অন্ধকারে ছেঁড়া হয় মুখ্যমন্ত্রীর ছবি। এলাকার তৃণমূল (TMC) কংগ্রেস কর্মীদের অভিযোগ বিজেপি ও সিপিএমের দিকে। গরফা থানায় অভিযোগ দায়ের করলেন এলাকার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর সহ তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। থানায় জমা দেওয়া হল সিসিটিভি ফুটেজ।
দেখুন আরও খবর: