ওয়েব ডেস্ক : তিন দিনের জন্য উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার এই সফরের দ্বিতীয় দিন। এদিন তিনি জলপাইগুড়িত করলেন প্রশাসনিক সভা। এই সভা থেকে পুজোর আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাসও করেন তিনি।
এদিন জলপাইগুড়ির সভা থেকে বিশ্বকর্মা পুজোর দিন রাজ্য সরকারের তরফে ছুটির দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। সঙ্গে জলপাইগুড়িতে (Jalpaiguri) ৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করেন তিনি। ২০২৩ সালে যে ৯৮টি পরিবার হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের হাতে জমির পাট্টাও তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, যাঁদের কাছে আধার কার্ড নেই, দুয়ারে সরকারের মাধ্যমে তাঁদের আধারকার্ড করিয়ে দেওয়ার জন্য ডিএম বা জেলাশাসককে নির্দেশ দেন তিনি। এছাড়া তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠান থেকে ১ লক্ষ ৫৫ হাজার মানুষ সুবিধা পাবেন।
আরও খবর : উত্তরবঙ্গ সফরে চাকরি নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তৃতায় উঠে এসেছে বাংলা ভাষা, চাকরি, স্বাস্থ্য় সাথীর মতো নানা বিষয়। এদিন বন্যার কারণে যে ৯৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে জমির পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। তিনি বলেছেন “২০১১ সাল থেকে, আমরা ৬.৫৬ লক্ষ পাট্টা দিয়েছি। এর মধ্যে ৩.১৭ লক্ষ গৃহপাট্টা, ১.৯৩ লক্ষ কৃষি পাট্টা, ৫৯,০০০ শরণার্থী পাট্টা, ৪৭,০০০ বনপাট্টা এবং ৩৯,০০০ চা বাগানের পাট্টা। ২৪ আগস্ট, আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে ৭,০০০ এরও বেশি পাট্টা বিতরণ করেছি। আজ, আমরা ১১,৬০০ পাট্টা দিচ্ছি।”
এদিন তিনি আরও বলেন, সবুজ সাথী প্রকল্পে এবছর সাড়ে ২ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে। এখনও পর্যন্ত ১ কোটি ৩৮ লক্ষের বেশি সাইকেল দিয়ে দিয়েছে। বাকিরা দ্রুত সেগুলি পেয়ে যাবে। আর ক্লাস ১১-এ উঠলেই সরকারের তরফে ছাত্র ছাত্রীদের ১০০০০ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তা দিয়েই পড়ুয়ারপা নিজেদের পছন্দের মতো ফোন কিনে নিতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
দেখুন অন্য খবর :