Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollসরি! মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে লাফ মায়ের
Uttar Pradesh

সরি! মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে লাফ মায়ের

মা-ছেলের মৃত্যুতে তদন্তে নয়ডা থানার পুলিশ

ওয়েবডেস্ক- চিরকূটে লেখা ‘সরি’। মানসিকভারসাম্যহীন ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে লাফ মায়ের। সাক্ষী চাওলার ছেলে গত দক্ষ এক দশকের ধরে মানসিক অসুস্থতার শিকার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডার (Noida) ঘটনা। ঘটনায় মৃত্যু মা ও ছেলের। শনিবারের এই ভয়ঙ্কর ঘটনায় তদন্ত শুরু করেছে। এই ঘটনা আত্মহত্যা না অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সাক্ষী (Sakshi Chawla) তার স্বামী দর্পণ চাওলা (Darpan Chawla) তাদের একমাত্র পুত্র দক্ষকে (Daksh) নিয়ে গ্রেটার নয়ডায় থাকতেন। এক দশকের বেশি সময় ধরে দক্ষ দক্ষ মানসিক অসুস্থতার শিকার। যা নিয়ে অবসাদে থাকতেন সাক্ষী। দর্পণ চাওলা, পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, মর্মান্তিক ঘটনার সময় বাড়িতেই ছিলেন। দর্পণ পুলিশকে জানিয়েছেন, তিনি পাশের ঘরে বসে কাজ করছিলেন, হঠাৎ করে জোরে চিৎকারের শব্দ শুনতে পান। তিনি তড়িঘরি বারান্দার দিকে ছুটে এসে দেখেন তার স্ত্রী ও সন্তান আবাসনের নীচে পরে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরে তাদের বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে। স্বামীকে উদ্দেশ্য করে সাক্ষী লিখেছেন, সরি, আমরা এই পৃথিবী ছেড়ে বিদায় নিচ্ছি। আমরা তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমাদের কারণে তোমার জীবন নষ্ট হওয়া উচিত নয়। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।‘

আরও পড়ুন-  ফের মাও দমনে সাফল্য, ঝাড়খণ্ডে খতম মাও নেতা

এই মর্মান্তিক ঘটনায় শোকে পাথর চাওলার প্রতিবেশীরা। প্রাথমিক ভাবে অনুমান, ছেলে এই দীর্ঘকালীন অসুস্থতার জন্য মানসিক চাপে থাকতেন সাক্ষী, তাই এই চরম পদক্ষেপ।

সেন্ট্রাল নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার শক্তি অবস্থি বলেন, ৩৮ বছর বয়সী সাক্ষী চাওলা, ১২ বছর দক্ষ চাওলার দেহ উদ্ধার হয়েছে। মৃতদের পরিবারে সেভাবে কোনও অশান্তি ছিল না। আবাসনে সকলের সঙ্গেই মিলেমিশে থাকতেন তাঁরা। পুলিশের একটি দল একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, জানা গেছে ছেলেটি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। ঘটনা তদন্ত শুরু হয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News