ওয়েব ডেস্ক: আগামী বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। মসনদ দখলের লড়াইয়ের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে মাঠে নেমেছে তৃণমূল (TMC) থেকে বিজেপি (BJP)- সবকটি দলই। এই পরিস্থিতিতে বারংবার বাকযুদ্ধে জড়িয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং রাজ্য বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ইতিমধ্যে একাধিকবার একে অপরকে নিশানা করেছেন দুজনেই। আর এবার সেই লড়াই গড়াল আদালতের চৌকাঠে।
জানা গিয়েছে, ইতিমধ্যে তৃণমূল ও বিজেপির এই দুই নেতা একে অপরের বিরুদ্ধে আইনিও পদক্ষেপ নিয়েছেন। শুধু তাই নয়, মানহানির (Defamation) মামলার পরস্পরকে উকিলের চিঠি দিলেন মিঠুন চক্রবর্তী এবং কুণাল ঘোষ। জানা গিয়েছে, সম্প্রতি কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী মানহানি সংক্রান্ত নোটিশ ধরিয়েছেন মিঠুনকে। কিন্তু তাতে দমে যাননি বিজেপির ‘ফাটাকেষ্ট’। পাল্টা মিঠুনের আইনজীবীও নোটিস দিয়েছেন কুণাল ঘোষকে। তাতেই ফের একবার এই দুই নেতার সংঘাতের ইঙ্গিত মিলল রাজ্যের রাজনৈতিক ময়দানে।
আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধনে দলীয় কর্মীরা ‘গোয়েন্দা’র ভূমিকা নেবে, নির্দেশ অমিত শাহর
উল্লেখ্য, জুলাইয়ের শেষদিকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে রোজভ্যালি কাণ্ড নিয়ে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কুণাল ঘোষ। সেই পোস্টে তিনি লেখেন, “রোজভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ব্যবসায়িক চুক্তি। শুধু অভিনেতার পারিশ্রমিক মডেল নয়, অংশীদারিত্বের চুক্তি। সই মিঠুনদা এবং তাঁর স্ত্রী যোগিতা চক্রবর্তীর।” তারপর থেকেই দুই নেতার বাকযুদ্ধ আরও জোরালো হয়।
এদিকে বুধবরই বাঁকুড়ার এক দলীয় সভা থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে নিশানা করে বলেন, “আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনও ভিক্ষে নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে লড়ার, কাজ করার দরকার নেই। এসব ভিক্ষে ছাড়া কিছু নয়।”
দেখুন আরও খবর: