Friday, November 7, 2025
HomeScrollএই পাঁচ রাশি সবচেয়ে বেশি ভালোবাসে সাজগোজ ও ফ্যাশনে এক্সপেরিমেন্ট করতে!
Horoscope Today

এই পাঁচ রাশি সবচেয়ে বেশি ভালোবাসে সাজগোজ ও ফ্যাশনে এক্সপেরিমেন্ট করতে!

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: সাজগোজে যাঁরা একটু আলাদা, তাঁদের রাশিই নাকি বলে দিচ্ছে ব্যক্তিত্বের এই দিকটা। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী এমন কিছু রাশি রয়েছে, যাঁরা পোশাক-পরিচ্ছদ নিয়ে খেলতে ভালোবাসেন। ফ্যাশন তাঁদের কাছে শুধু সাজ নয়, বরং নিজেকে প্রকাশ করার এক শিল্প (Rashifal)।

সিংহ (Leo) — রাজকীয় ভঙ্গিমায় চলাফেরা করতে ভালোবাসে সিংহ রাশির জাতক-জাতিকারা। তাঁদের পোশাকে থাকে ঝলক ও আভিজাত্যের ছাপ। আলোচনার কেন্দ্রে থাকতে এঁদের সাজ সবসময় নিখুঁত।

তুলা (Libra) — সৌন্দর্য ও রুচির প্রতীক এই রাশি। ট্রেন্ড বুঝে পোশাক বাছাই করতে ওস্তাদ। রঙের ভারসাম্য বজায় রেখে এমন সাজ বেছে নেন, যা সকলের নজর কাড়ে।

আরও পড়ুন: এই চার রাশির Golden Time শুরু

মিথুন (Gemini) — পরিবর্তন এঁদের রক্তে। তাই একই ধাঁচের পোশাকে এঁরা বিরক্ত হয়ে পড়েন। নতুন ট্রেন্ড, নতুন স্টাইল—সবকিছুতেই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন মিথুন রাশির মানুষ।

ধনু (Sagittarius) — স্বাধীনচেতা এই রাশির জাতকরা আরামকেই অগ্রাধিকার দেন। সাজে থাকতে চায় বৈচিত্র্য ও স্বাচ্ছন্দ্য। ভ্রমণপ্রিয় এই রাশির পোশাকেও মেলে মুক্ত মনোভাবের ছাপ।

মীন (Pisces) — রোম্যান্টিক ও সৃজনশীল মীন রাশির জাতকরা নরম রঙ ও স্বপ্নময় লুক পছন্দ করেন। তাঁদের সাজে থাকে একধরনের কোমলতা ও কল্পনার ছোঁয়া।

ফলে জ্যোতিষ বলছে, এই পাঁচ রাশির মানুষেরা পোশাকের মাধ্যমে নিজের আবেগ ও রুচির প্রকাশ ঘটাতে সবচেয়ে বেশি ভালোবাসেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দেখুন আরও খবর:

Read More

Latest News