ওয়েব ডেস্ক: টলিউড থেকে বলিউড, কেউ মজে রাতপার্টিতে, কারও সঙ্গী পরিবার-প্রিয়জনের সঙ্গে নতুন বছরকে (New Year 2026) শুভেচ্ছা জানালেন তারকারা (New Year-Celebrites)। রাত বারোটার ঘর ছুঁতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিনোদুনিয়ার তারকারা। কেউ মজেছে পরিবারের সঙ্গে সেলিব্রেশনে। কেউ আবার মনের মানুষের সঙ্গে মেতে উঠেছেন রাতপার্টিতে। কারও আবার মাতৃত্বের পর প্রথম নতুন বছরে পা রাখা।
View this post on Instagram
প্রতি বছরই রাজের সঙ্গে এই দিনটা বিশেষ ভাবে পালন করেন অভিনেত্রী। সারাটা বছর যেন প্রেমের এই বন্ধন অটুট থাকে, সেই চাওয়া নিয়েই বিদেশের মাটিতে বছরের প্রথম দিনটা শুরু করলেন টলিউডের পাওয়ার-কাপল রাজ (Raj Chakraborty) ও শুভশ্রী (Subhashree Ganguly)। ঠোঁটে ঠোঁট রেখে, একে অপরকে চুমুতে ভরিয়ে নতুন বছরের শুরু করেছেন রাজ ও শুভশ্রী।
View this post on Instagram
বনির (Bonny Sengupta) সঙ্গে রাত পার্টিতে মেতে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন নায়িকা কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ব্লয়াক নুডল স্ট্র্যাপ ড্রেসে সেজেছিলেন কৌশানী এদিন।
View this post on Instagram
অঙ্কুশ (Ankush Hazra)-ঐন্দ্রিলাও (Aindrila Sen) মেতে উঠেছিলেন নিউ ইয়ারের সেলিব্রেশনে পার্টিতে। মনের মানুষ অঙ্কুশ ও বন্ধু-প্রিয়জনেদের সঙ্গে এদিন মেতে ওঠেন ঐন্দ্রিলা।মাতৃত্বের পর প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন:কিলার পোজে মিরর সেলফিতে কে এই নায়িকা
View this post on Instagram
অভিনেতা-স্বামী রাতুল মুখোপাধ্যায় ও পরিবার-প্রিয়জনেদের সঙ্গে নতুন বছরের স্বাগত জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই সেলিব্রেশনের ছবি। নতুন বছরের রাতপার্টিতেও তার ব্যতিক্রম হল না। একসঙ্গে ডান্স ফ্লোর মাতিয়ে দিলেন কাঞ্চন-শ্রীময়ী।
নতুন বছরের শুরুতে কিছু একান্ত সময় কাটালেন বিরাট ও আনুষ্কা।অভিনব ছবি পোস্ট করে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানালেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরাটদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে দু’জনের মুখেই রং দিয়ে আঁকা ছবি। কোহলির মুখের বাঁ দিকের অংশে স্পাইডার ম্যানের মুখ আঁকা। অনুষ্কার মুখের বাঁ দিকে আঁকা প্রজাপতি।

বন্ধু–স্বজনদের নিয়ে ভারতীয় তারকা আলিয়া
–রনবীরের নববর্ষ উদ্যাপন।
নতুন বছরের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়া পোস্টে সে কথাই ব্যক্ত করেছেন করিনা। লিখেছেন, ‘২০২৫ সালটা আমার এবং আমার পরিবার ও সন্তানের জন্য কঠিন ছিল। আমাদের পাশে যারা সবসময় থাকলেন তাঁদের ধন্যবাদ। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।
View this post on Instagram
’বাবাকে স্মরণ করে নতুন বছরে পা রেখেছেন দেওলকন্যা এষা দেওল। আকাশের দিকে তাকিয়ে তোলা দু’টি ছবি পোস্ট করেছেন এষা। আর সেই ছবিতেই লিখেছেন তিনি, ‘লাভ ইউ পাপা’।
View this post on Instagram







