Friday, August 8, 2025
Homeলাইফস্টাইলBrittle nails and care : আপনার নখ ভঙ্গুর প্রবণ? কাজে লাগান এই...

Brittle nails and care : আপনার নখ ভঙ্গুর প্রবণ? কাজে লাগান এই ঘরোয়া টোটকা

Follow Us :

ফের পার্লার-সালোঁ সব বন্ধ এখন  মাথা থেকে পা পর্যন্ত পরিচর্যায় একমাত্র ভরসা ঘরোয়া টোটকা।   ভেবেছিলেন ভঙ্গুর নখের যত্ন নিতে নতুন বছরে একটু পার্লার ঘুরে আসবেন কিন্তু তা আর হল না। এই অবস্থায় ভঙ্গুর নখ সারিয়ে তুলতে ঘরোয়া উপকরণে তৈরি সিরাম ব্যবহার করতে পারেন।  বিভিন্ন কারনে নখ ভঙ্গুর প্রবণ হয়ে যায়।  দাঁত দিয়ে নখ কাটার অভ্যেস আবার কখনও নখ সামন্য বাড়লেই আপনা থেকে ভেঙে যাওয়া। আবার অনেক সময় পুষ্টির অভাবেও ক্ষতিগ্রস্ত হয় নখ।  তা, কারণ যাই হোক না কেন লম্বা নখ এবং তাতে নানা রকমের কারুকার্যের সখ এখনও অনেকের অধরা রয়ে গেছে। তাই এবার বাড়ি বসেই নখ সন্দর করে তুলতে শিখে নিন সিরাম বানানোর উপায়।

উপকরণ

  • রসুনের কোয়া(চটকে নিন)- ১টা
  • অ্যালোভেরা জেল- ১ চা চামচ
  • ক্যাস্টর বা নারকেল তেল-১/২ চা চামচ
  • ভিটামিন ই ক্যাপসুল-১টা

সিরাম বানানোর পদ্ধতি

  • একটি পাত্রে এই এক কোয়া রসুন চটকে নিন। এবার এই রসুন আঙুলে ভাল করে লাগিয় নিন। এবং ১০ মিনিটের জন্য রেখে দিন।
  • দশ মিনিট পর আঙুলগুলো ধুয়ে ফেলুন। এবার একটি পাত্রে অ্যালোভেরা জেল, তেল এবং ভিটামিন ই ক্যাপসুল ফুটো করে য়ভিতরের তরল পদার্থ বাটিটে ঢেলে নিন। এবার তিনটি উপকরণ
  • ভাল করে মিশিয়ে নিন।
  • এই মিশ্রণটি রাতে আঙুলে লাগিয়ে শুয়ে পড়ুন।দেখবেন এই ভাবে পরিচর্যা করলে কয়েক সপ্তাহের মধ্যেই দেখবেন নখের স্বাস্থ্যের উন্নতি হয়েছে।
  • বাকি মিশ্রণ খালি নেল পালিশের শিশিতে ভরে রাখতে পারেন। এতে পরবর্তী সময় নখে লাগাতে সুবিধে হবে।
  • সপ্তাহে অন্তত দুবার যদি এই রসুন চটকে নখে লাগাতে পারলে এবং এই সিরামটি প্রত্যেক দিন ব্যবহার করলে ভাল ফল পাবেন।

কীভাবে উপকার হবে-

রসুনে সেলেনিয়াম বলে একটি প্রাকৃতিক পদার্থ আছে যা নখের স্বাস্থ্য ভাল রাখে। নখ বড় করতে সাহায্য করে। আর শুধু যে নখ বড় হবে তাই নয় বরং নখের হল্দেটে দাগ সরিয়ে দেবে। অন্যদিকে ভঙ্গুর নখে পর্যাপ্ত আর্দ্রতা জুগিয়ে নখের স্বাস্থ্য ভাল করে তোলে অ্যালোভেরা।

(ছবি সৌজন্য: Pixabay)

RELATED ARTICLES

Most Popular