Tuesday, August 5, 2025
Homeলাইফস্টাইলচকোলেট সিঙারা!

চকোলেট সিঙারা!

Follow Us :

আচ্ছা আপনি ইডলি পপসিকলস খেয়েছেন? আর ম্যাগি খির মানে ২ মিনিট নুডলসের তৈরি পায়েস? এই ধরনের অদ্ভুত কম্বিনেশন শুনে অধিকাংশই নাক কুচকোবেন। কিন্তু এই ধরনের ফিউজন ফুডই তো আজকাল ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। আজ্ঞে হ্যাঁ, সকালে চোখ খুলেই হোক কিংবা রাতে ঘুমের ঘোরে ,ফোনটা হাতে থেকে না পড়ে যাওয়া পর্যন্ত আমাদের সকলের ঠিকানা তো এই ভার্চুয়্যাল ওয়ার্ল্ড। আর এবার এই ভার্চুয়্যাল ওয়ার্ল্ডে খাবার নিয়ে ফিউজনের ককটেলে নতুন সংযোজন চকোলেট সমোসা মানে ওই চকোলেট সিঙারা!

তা ইডলি পপসিকলস বা ম্যাগি খির যেটুকু ফলোয়ার কুড়িয়ে ছিল এই চকোলেট সিঙারার কপালে জুটেছে ট্রোলার তার চেয়ে কয়েক গুন বেশি। জুটবে নাই বা কেন দুটো ভিন্ন স্বাদের, কিন্তু চূড়ান্ত জনপ্রিয় খাবারের এহেন মিলনে বেজায় চটেছেন নেটিজেনরা। এখন যা অবস্থা ইন্টারনেটের ছবি ভিডিও-র কপিরাইট ছেড়ে এই ফিউজন ফুড নিয়ে একটা আইন বানালে মনে হয় ভাল হত! ফিউজের দোহাই দিয়ে ও রকম  মুখরোচক, মুচমুচে সিঙারাকে কিনা শেষে চকোলেট আর স্ট্রবেরি তে চোবাল! আর কি থাকল সিঙারার!

স্বভাবতই এই কান্ড দেখে চটেছেন চকোলেট  ও সিঙারা প্রেমীরা। খাবার নিয়ে এই ছেলে খেলার ভিডিও দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি  খ্যাতনামা ইন্ডাসট্রিয়ালিস্ট হর্ষ গোয়েঙ্কা। নিজের টুইটার অ্য়াকাউন্টে এই নিয়ে একটি ১৮ সেকেন্ডের ভিডিও ক্লিপ শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর এই ভিডিও-য় দেখেছেন ২৪হাজারেরো বেশি নেটাগরিক। এবং অধিকাংশই এই অদ্ভুত ফিউজনের বিপক্ষেই মত দিয়েছেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্য়ক্তি  সিঙারার তিনটি ভ্য়ারাইটি দেখাচ্ছেন। আর সেখানেই, প্রথমটা হল এই চকোলেটে চোবানো স্ট্রবেরি ফ্লেভারের সিঙারা। আরেকটি সিঙারার ভিতরে রয়েছে জ্যাম, আর তৃতীয় ভ্যারাইটি হল তন্দুরি পনিরের পুর দিয়ে বানানো সিঙারা। এটা অন্তত প্রথম দুটোর তুলনায় অনেকটা ঠিকঠাক।

আর এই সব কান্ড দেখেই হর্ষ গোয়েঙ্কার ভিডিও তেই বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। মজা করে একজন আবার লিখেছেন এই চকোলেট সিঙারা তো মুখেই তোলা যাবে না।

তবে কথায় আছে আপ রুচি খানা, ইনস্ট্যান্ট নুডলসের তৈরি পায়েস যখন চলেছে। তখন কে জানে কোন চকোলেট ও সিঙারা প্রেমির মন এই মিলন দেখে খুশিতে নেচে উঠেতেও পারে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39