Sunday, August 3, 2025
HomeCurrent News১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স, ফল ১৪ অগস্টের মধ্যে

১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স, ফল ১৪ অগস্টের মধ্যে

Follow Us :

কলকাতা: পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ১৭ জুলাই পরীক্ষা হবে বলে জানিয়েছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। ২৭৪টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৬৯৫ জন।

মলয়েন্দুবাবু জানিয়েছেন, ১৪ অগস্টের মধ্যে জয়েন্টের ফলাফল প্রকাশিত হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় কাউন্সেলিং শেষ করা হবে। পরীক্ষার্থীদের বাড়ির কাছে সেন্টারে পরীক্ষা দেওযার ব্যবস্থা করা হচ্ছে। ১১ জুলাই হওয়ার কথা ছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এ বারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হল।

সাধারণত রবিবার এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তবে এ বার পরীক্ষা হবে শনিবার। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক বৈঠকে জানান, করোনা সংক্রান্ত যাবতীয় সতর্কতা মেনেই পরীক্ষা নেওয়া হবে। অতিমারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে রাজ্যে প্রথম কোনও অফলাইন পরীক্ষা নেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39