skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeCurrent NewsKMC Election Result: ৭ থেকে নেমে ৩-এ, পুরভোটে অনেক জায়গায় বামেদের থেকেও...

KMC Election Result: ৭ থেকে নেমে ৩-এ, পুরভোটে অনেক জায়গায় বামেদের থেকেও খারাপ ফল বিজেপির

Follow Us :

কলকাতা: ১৪৪-০ হল না ঠিকই৷ কিন্তু সবুজ ঝড়ে কুপোকাত বিরোধীরা৷ গতবারের চেয়ে আসন সংখ্যা বাড়িয়ে ছোট লালবাড়ির (Kolkata Municipality) ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস (TMC)৷ বিরোধীরা বিশেষ করে বিজেপি কলকাতা পুরভোটে (BJP KMC Result) কোনও দাগই কাটতে পারল না৷ গতবারের চেয়ে তাদের আসন সংখ্যা তো কমেইছে৷ তার উপর বহু ওয়ার্ডে বামেদের থেকে পিছিয়ে তৃতীয় হয়েছে৷ কলকাতা পুরভোটে বিজেপির ফলাফল দেখে তথাগত রায়ের কিছু কথা মনে পড়ে যাচ্ছে দলের নিচু তলার কর্মীদের৷ তিনি বলেছিলেন, বিজেপি যদি নিজেদের চালচলন আমূল সংস্কার করতে না পারে তাহলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী৷ রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতির কথাগুলিকে কেউ কেউ পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিলেও পুরভোটের ফলাফলে পরিষ্কার, কলকাতায় পায়ের তলায় জমি হারিয়েছে গেরুয়া শিবির৷

পুরভোটে বিজেপি যে আহাম্মক কিছু করে দেখাবে এমন প্রত্যাশা অতি উৎসাহী সমর্থকেরও ছিল না৷ কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে শাসক দলকে কড়া টক্কর দেবে এইটুকু প্রত্যাশা অন্তত রাজনৈতিক মহলের ছিল৷ সে জন্য প্রাক নির্বাচনী সমীক্ষাতে অনেক জায়গায় বিজেপিকে ১২-১৪টি ওয়ার্ড দেওয়া হয়েছিল৷ এমনকী একুশের নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপির আসন সংখ্যা দুই অঙ্কে পৌঁছনোর কথা৷ কিন্তু পুরভোটের ফলাফল সব হিসেব-নিকেশ উলটে-পালটে দিল৷ বাস্তবে দেখা গেল ৩টির বেশি ওয়ার্ডে দাঁতই ফোটাতে পারল না গেরুয়া শিবির৷ গতবারের জেতা ওয়ার্ডগুলিও হাতছাড়া হল৷

বিজেপির কপালে চিন্তার ভাজ আরও চওড়া হয়েছে বামেদের থেকে পিছিয়ে পড়ায়৷ ফলাফল বিশ্লেষণের পর দেখা গিয়েছে, মোট ৬৮টি ওয়ার্ডে বামেদের পরে জায়গা হয়েছে বিজেপির৷ মাত্র ৪৮টি ওয়ার্ডে তারা দ্বিতীয় হয়েছে৷ বিজেপির মানরক্ষা করেছেন ৫০, ২২ এবং ২৩ ওয়ার্ডের প্রার্থীরা৷ ৫০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন সজল ঘোষ৷ ২২ নম্বরে জিতেছেন মীনাদেবী পুরোহিত৷ ২৩ নম্বরে বিজয় ওঝা৷ কড়া টক্কর দিয়েছিলেন বিজেপি প্রার্থী সুনীতা ঝাওয়ার৷ কিন্তু তিনি শেষ পর্যন্ত হেরে গেলেন৷

একুশের নির্বাচনের পর রাজ্যে যত উপনির্বাচন বা নির্বাচন হয়েছে বিজেপির ভোটব্যাঙ্কে তত ধস নেমেছে৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, একুশের নির্বাচনে বিজেপি কলকাতায় ২৭ শতাংশ ভোট পেয়েছিল৷ ভবানীপুর উপনির্বাচনের পর তা কমে দাঁড়ায় ১৪ শতাংশে৷ কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট শতাংশ নেমে গিয়েছে ১০-এর নিচে৷ ফলাফল দেখে হতাশ কর্মীদের একাংশের আক্ষেপ, এমনটা হওয়ারই ছিল৷ ভোট নিয়ে দলের নেতাদের মধ্যে কোনও তাপ-উত্তাপই ছিল না৷ বরং কী করে পুরভোট ভেস্তে দেওয়া যায় সেই কাজেই নেতারা বেশি সময় নষ্ট করেছেন৷ তাই আজ দলের এই হাল৷ বামেরা বিজেপির থেকে এগিয়ে গেল৷ এর থেকে লজ্জার আর কী হতে পারে৷ এর পরেও কী ঘুম ভাঙবে নেতাদের? প্রশ্ন কর্মীদের৷

আরও পড়ুন: KMC Election Result 2021 : পুরভোটে বামেরা দুই, দ্বিতীয় স্থানে ৬৬ ওয়ার্ডে, এতেই কি স্বস্তি ?

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
EVM | EVM কাণ্ড, ৪৮ লাখ ভোটের তফাৎ ,মামলা গড়াল সুপ্রিম কোর্টে
00:00
Video thumbnail
Top News | বিজেপি সদর দফতরের বাইরে বোমা, এলাকা ঘিরল পুলিশ
00:00
Video thumbnail
Nabanna | ঘর পেয়েছেন? চিন্তা নেই, আবাসের সমীক্ষা নবান্ন শুরু করবে জুলাইয়ে!
00:00
Video thumbnail
BJP West Bengal | বাংলাতেই কেন হিংসা? বিমানবন্দরে নেমেই প্রশ্ন বিজেপির কেন্দ্রীয় দলের
00:00
Video thumbnail
Suvendu Adhikari | দুর্গাপুজোতেও কেন্দ্রীয় বাহিনী ! বিজেপির পুজোর দাবি
02:09:12
Video thumbnail
Election Commission | মোবাইলে আসছে ওটিপিনিয়ন্ত্রণ হচ্ছে ইভিএমএভাবেই কি জিতল NDA? সত্যিটা কী?
04:31
Video thumbnail
Weather Update | সুখবর! বর্ষার বৃষ্টি কবে থেকে? বিরাট আপডেট
04:36:05
Video thumbnail
Abhishek Banerjee | হাসপাতালে ভর্তি অভিষেক, অপারেশন হবে, কী হয়েছে?
07:32:43
Video thumbnail
Belgharia News | বেলঘরিয়ার ব্যবসায়ী কে জেল থেকেই বারবার ফোন, কী দাবি কুখ্যাত দুষ্কৃতির?
02:37:27
Video thumbnail
Abhishek Banerjee | অপারেশন শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন আছেন?
02:57:13