Friday, August 8, 2025
Homeলাইফস্টাইলWeekly Horoscope: কন্যা রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ

Weekly Horoscope: কন্যা রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ

Follow Us :

কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী?  সপ্তাহ জুড়ে থাকবে  চূড়ান্ত ব্যস্ততা? নাকি সপ্তাহান্তে পরিবারের সঙ্গে কাটবে সময়। কেমন থাকবে স্বাস্থ্য? গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলবে কন্যা রাশিতে জেনে নিন-

কন্যা (অগাস্ট ২৪- সেপ্টেম্বার ২৩)
Virgo (Aug 24-Sept 23)

কন্যা রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহ যেন মনস্কামনা পূরণের জন্য সব থেকে ভাল। সপ্তাহের শুরুতেই কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে বড় কোনও সমস্যার সহজ সমাধান পাবেন। মাথা থেকে একটা বড় চিন্তা নামবে। এই সপ্তাহের ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হবে। সুখ সুবিধের জন্য যে সব জিনিসের সুপ্তবাসনা ছিল এবার সেই জিনিসের প্রাপ্তির যোগ রয়েছে। চাকরিজীবীদের জন্য সময়টা বেশ ভাল। পদোন্নতি কিংবা পছন্দের জায়গায় স্থানানতরের সম্ভাবনা রয়েছে। ব্যবসার সঙ্গে যুক্ত যাঁরা তাঁদের যাত্রার সম্ভাবনা রয়েছে। ভবিষতে এই যাত্রা একাধিক কারণে লাভজনক প্রমাণিত হবে।  

সপ্তাহের দিনগুলো কেমন হবে: সপ্তাহের শুরুটা তেমন ভাল না হলেও সপ্তাহের মাঝামাঝি পরিস্থিতির দারুণ পরিবর্তন হবে। ব্যক্তিগত ও কর্মজীবনে দু’ক্ষেত্রেই আপনি লাভবান হবেন। আয়ে বৃদ্ধি হবে এবং অন্যের সাহায্য পাবেন। গোটা সপ্তাহ বেশ ভালই কাটবে তবে সপ্তাহান্তে কাজের চাপ বেশি থাকবে। 

স্বাস্থ্য: জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। তবে নিজের দিকেও নজর রাখতে হবে, স্বাস্থ্য নিয় সচেতন থাকতে হবে না হলে সমস্যায় পড়তে পারেন।       

কেমন হবে সম্পর্ক:  প্রেমের প্রস্তাবে সাড়া পাবেন। বিয়ের জন্য সময়টা খুব শুভ। যাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার সেই সম্পর্কের শেষে শুভ পরিণয়ের সম্ভাবনা প্রবল। 

কী করবেন: জীবনে বাঁধা বিপত্তি কাটাতে এবং সুস্থ থাকতে শক্তির আরাধনা করুন। উপকার পাবেন। শুক্রবারের দিন কন্যা ভোজনে সাদা মিষ্ঠি খাওয়ান।  

 

RELATED ARTICLES

Most Popular