Tuesday, August 5, 2025
Homeলাইফস্টাইলWeekly Horoscope: মকর রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ

Weekly Horoscope: মকর রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ

Follow Us :

কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী?  সপ্তাহ জুড়ে থাকবে  চূড়ান্ত ব্যস্ততা? নাকি সপ্তাহান্তে পরিবারের সঙ্গে কাটবে সময়। কেমন থাকবে স্বাস্থ্য? মকর রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলবে জেনে নিন-

মকর রাশি (ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০)

Capricorn (December 23- January 20)

মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহ মিশ্র থাকবে। নতুন সপ্তাহে কাজের ব্যস্ততা থাকবে তুঙ্গে। এর জন্য এদিক ওদিকে যেতে হতে পারে। তবে এই সব যাত্রা বৃথা যাবে না। এর ফলে আপনার ব্যক্তিগত জীবন, চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে সুবিধে হবে। তবে কাজের ব্যস্ততা এবং কিছু দায়িত্বভার এমন পড়বে যে এই সপ্তাহে নিজের ও পরিবারের জন্য সময় বার করা বেশ কঠিন হয়ে পড়বে। তবে সপ্তাহান্তে এই  পরিস্থিতির খানিকটা বদল ঘটবে। অন্যদিকে এই সপ্তাহে কোথাও কোনও লগ্নি করবেন। আগে থেকে এই বিষয়টি ঠিক করা থাকলেও এড়িয়ে যান কিংবা পিছিয়ে দিন। না হলে লোকসানের মুখে পড়তে হবে।

সপ্তাহের দিনগুলো কেমন হবে– সপ্তাহের শুরুটা তেমন ভাল না হলেও মঙ্গলবার থেকে পরিস্থিতির বদল ঘটবে।  সপ্তাহের মাঝামাঝি কেরিয়ার ও ব্যবসার জন্য বেশ শুভ। এই সময় অপ্রত্যাশিত লাভ আপনার পরিবারে সুখ ও শান্তি নিয়ে আসবে। কোনও বিশেষ ব্যক্তির কারণে কাজ আরও সহজ হবে।

স্বাস্থ্য- স্বাস্থ্য নিয়ে তেমন কোনও বড় সমস্যা না হলেও সর্দি কাশির সমস্যা বাড়তে পারে। 

সম্পর্ক- প্রেমের জন্য সময়টা শুভ নয়। কাছের মানুষের থেকে আঘাত ও উপেক্ষা পেতে পারেন। তবে বিচলিত হবেন না। মেজাজ না হারিয়ে বরং একে অপরের থেকে খানিকটা দূরে সময় কাটান। অন্যদিকে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে।  

কী করবেন-প্রতিকূল পরিস্থিতি যাতে আপনাকে বিপাকে না ফেলতে পারে তার জন্য  প্রত্যেকদিন বজরং বলির মন্দিরে পুজো দিন। আর শনিবারে শনির সঙ্গে যোগ রয়েছে সেই ধরণের জিনিস দান করুন।   

আরও পড়ুন

সপ্তাহিক রাশিফল: মেষ 

সপ্তাহিক রাশিফল: বৃষ 

সপ্তাহিক: মিথুন 

সাপ্তাহিক রাশিফল: কর্কট 

সাপ্তাহিক রাশিফল: সিংহ 

সাপ্তাহিক রাশিফল: কন্যা 

সাপ্তাহিক রাশিফল: তুলা 

সাপ্তাহিক রাশিফল: বৃশ্চিক

সাপ্তাহিক রাশিফল:ধনু 

সাপ্তাহিক রাশিফল: কুম্ভ

সাপ্তাহিক রাশিফল: মীন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39