Wednesday, July 30, 2025
HomeBig news২০ মিনিটের মোদি-মমতা বৈঠকে কী হল

২০ মিনিটের মোদি-মমতা বৈঠকে কী হল

অফিসার পর্যায়ে বৈঠকের আশ্বাস প্রধামন্ত্রীর

Follow Us :

নয়াদিল্লি: রাজ্যের প্রাপ্য টাকার দাবিতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে দরবার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ২০ মিনিট নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা এবং তৃণমূলের ১০ সাংসদের। মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানান। পরে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা রাজ্যের প্রাপ্য সেই টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখা রয়েছে। প্রধানমন্ত্রী আমাদের দাবিদাওয়ার কথা মন দিয়ে শুনেছেন। তিনি এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্যের অফিসার পর্যায়ে বৈঠকের আশ্বাস দিয়েছেন।

এদিন বৈঠক শেষে মমতা বলেন, রাজ্যের প্রাপ্য অর্থ নিয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদির সঙ্গে৷ আমরা রাজ্যের চাহিদার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি৷ কেন্দ্রের থেকে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় রাজ্য। তিনি মন দিয়ে সবটা শুনেছেন৷  ১০০ দিনের কাজে রাজ্যকে এক পয়সা দেয়নি কেন্দ্র। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। যা তথ্য চাওয়া হয়েছিল, সব দেওয়া হয়েছে। সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা আটকে রাখা হয়েছে। গরিবের টাকা আটকে রাখা উচিত নয়। মমতা জানান, প্রধানমন্ত্রী  রাজ্য এবং কেন্দ্রের অফিসার পর্যায়েরে বৈঠকের প্রস্তাব দিয়েছেন। 

আরও পড়ুন: আচমকাই নবান্নে শুভেন্দু, বৈঠক মুখ্যসচিবের সঙ্গে

এদিকে মমতা  যখন দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ব্যস্ত, তখন আচমকাই নবান্নে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। আগাম নোটিস না দিয়েই শুভেন্দু দলের তিন বিধায়ককে নিয়ে সটান নবান্নে চলে যান। পরে অবশ্য নবান্নে পুলিশি নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। তিনি কিছুক্ষণ রিসেপশন রুমে অবস্থান চালানোর পর মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানেও দলের তিন বিধায়ক হাজির ছিলেন। পরে সাংবাদিকদের বিরোধী নেতা বলেন, আগাম নোটিস দিলে মমতার পুলিশ নানা বাহানা তুলে আমাকে আটকে দিত। শুভেন্দু বলেন, দুর্নীতির কারণেই কেন্দ্রায় সরকার ১০০ দিনের কাজ, আবাস যোজনা প্রভৃতি খাতে টাকা আটকে দিয়েছে। এর পিছনে অন্য কোনও কারণ নেই। রাজ্যের মানুষ মমতা সরকারের জন্য নানা বঞ্চনার শিকার হয়েছে। আর মুখ্যমন্ত্রী নাটক করতে দিল্লিতে গিয়েছেন। মানুষের নজর এতে ঘুরবে না। নবান্ন থেকে বেরিয়ে বিরোধী নেতা ফের মুখ্যমন্ত্রীকে চোর বলে কটাক্ষ করেন। তিনি বলেন, গোটা নবান্ন থরথর করে কাঁপছে ভয়ে। 

আরও অন্য খবর দেখুন

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | সংসদে মোদি মুখ খুলতেই ট্রাম্পের শুল্ক বো/মা
00:00
Video thumbnail
Mamata Thakur |আমি বাঙালি গর্বিত বাংলা ভাষায় কথা বলে,অপারেশন সিঁদুর নিয়ে ঝাঁঝাল বক্তব্য মমতা ঠাকুরের
00:00
Video thumbnail
TMC | তৃণমূলের প্রেস কনফারেন্সে বি/স্ফো/রক ঘটনার বর্ণনা পরিযায়ী নি/র্যাতি/তার
01:39:17
Video thumbnail
PM Modi | Mohan Bhagwat | চরম ল/ড়া/ই মোদি-ভগবতের,বারবার পিছোচ্ছে বিজেপির সভাপতি নাম ঘোষণা!
01:31:22
Video thumbnail
Droupadi Murmu | দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি, দেখুন সেই ভিডিও
01:42:25
Video thumbnail
Jal Jeevan Mission | জল জীবন On a Mission দেখুন স্পেশাল রিপোর্ট
06:18
Video thumbnail
Beyond Politics | সংসদের বাদল অধিবেশন রাহুল-মোদির গরমাগরম ভাষণ
09:56
Video thumbnail
আজকে (Aajke) | বঙ্গ বিজেপি পড়েছে চরম বি/পদে, ভুল বকছেন নেতারা
11:42
Video thumbnail
Fourth Pillar | রাজা, তুই ন্যাং/টো কেনে?
11:50
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | মুখ খুলতেই ট্রাম্পের শুল্ক খাঁ/ড়া?
47:36

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39