Saturday, December 27, 2025
HomeBig newsআবহাওয়া খারাপ, রানাঘাটে নামতে পারল না মোদির কপ্টার
Narendra Modi

আবহাওয়া খারাপ, রানাঘাটে নামতে পারল না মোদির কপ্টার

সড়কপথে তাহেরপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী

ওয়েবডেস্ক-  আবহাওয়া খারাপ (Bad Weather) , রানাঘাটে নামতে পারল না মোদির (Narendra Modi) কপ্টার (Copter) । কলকাতায় (Kolkata)  ফিরে আসল প্রধানমন্ত্রীর কপ্টার। প্রধানত খারাপ আবহাওয়া, ঘন কুয়াশা কারণেই এই এই বিভ্রাট বলে জানা গেছে। এখন পর্যন্ত তাহেরপুরে সভা শুরু হয়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী, কিন্তু মোদিকে নিয়ে কপ্টারটি ফিরে আসতে বাধ্য হয়। সড়কপথে তাহেরপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী। জানা গেছে, কলকাতা বিমানবন্দরেই রয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের সঙ্গে কথা বলছেন।

আজ তাহেরপুরে প্রধানমন্ত্রীর জোড়া সভা ছিল। এই সভা ঘিরে গেরুয়া শিবিরের ছিল উন্মাদনা। সেইসঙ্গে ছিল একাধিক প্রকল্পের শিলান্যাস।

সঠিক সময়ে কলকাতা পৌঁছে রানাঘাটে রওনা দিয়েছিল মোদির কপ্টার, কিন্তু রানাঘাটে নামতেই পারল না।

আরও পড়ুন-  মোদির সভার আগে তাহেরপুরে এ কী ছবি?

আকাশে বেশ কিছুক্ষণ ধরে চক্কর কাটতে থাকে কপ্টারটি, বেশ কিছুক্ষণ পর ফের কলকাতার উদ্দেশে রওনা দেয়।

প্রধানমন্ত্রী কী ভার্চুয়ালি সভা করবেন, না কি সড়কপথে তাহেরপুরে যাবেন এখন সেই প্রশ্নই ঘোরাঘুরি করছে। যদি সড়কপথেও মোদি যান, তাহলে তার সভার সময়সূচি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রইছে। তবে এখনও বিজেপির তরফে কিছু জানানো হয়নি।

 

দেখুন আরও খবর-

Read More

Latest News