Friday, October 31, 2025
Homeদক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

ওয়েবডেস্ক: অবশেষে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে। তবে নির্ধারিত সময়ের দুদিন পর থেকে দক্ষিণে শুরু হল বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

চলতি বছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে উত্তরে। গত ২৯ মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় টানা বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় । সাধারণত, উত্তরে বর্ষা ঢোকার একসপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার বাতাস ঢুকে পড়ে। কিন্তু চলতি বছর প্রায় ১৮ দিন পর দক্ষিণে বর্ষার প্রবেশ। মাঝে কিছুদিন দক্ষিণের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী।

আরও পড়ুন: বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে, শুরুতেই ভাসবে কোন কোন জেলা? দেখুন

মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সারাদিন আকাশ ছিল মেঘলা। যদিও, বিকেলের পর থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং হুগলির বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। বুধবারও সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস। ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, বীরভূম ও পূর্ব বর্ধমানেও বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস থাকায় আজ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেখুন আরও খবর

Read More

Latest News