হায়দরাবাদ: আজ, বৃহস্পতিবার দুপুর ঠিক ১টা ৪ মিনিটে তেলঙ্গানার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রী (Telangana CM) হিসেবে শপথ নিলেন এ রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ভাট্টি বিক্রমার্ক (Bhatti Vikramarka)।
শপথ নেওয়ার পরেই রেড্ডিকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। যে কোনও সময় ও কাজে কেন্দ্রীয় সরকারের তরফে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মোদি। পাঁজিপুঁথি ঘেঁটে লক্ষ্মীবারের বারবেলা কাটার পর শুভমুহরত ছিল ওই সময়েই। শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের সঙ্গে ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সহ কংগ্রেসের তাবড় নেতারা। গোটা শহর যেন উৎসবের সাজে সেজে উঠেছে। রেড্ডি, রাহুল, সোনিয়া, প্রিয়াঙ্কার ছবিতে মুড়ে ফেলা হয়েছে শহরকে।
আরও পড়ুন: পড়াশোনার খরচ জোগাতে টিফিন সরবরাহ করতেন মধ্যপ্রদেশের বিধায়ক
তবে শপথের আগেই জাতপাত নিয়ে বিতর্কিত কথা বলে নিন্দার মুখে পড়েছেন রেড্ডি। সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমার ডিএনএ হল তেলঙ্গানা। প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের জিন হল বিহারি। উনি বিহারের লোক। কেসিআরের জাত কুড়মি। ওঁরা বিহার থেকে বিজয়নগরমে এসে বসবাস শুরু করেন। সেখান থেকে তেলঙ্গানায় আসেন। তেলঙ্গনার ডিএনএ বিহারের ডিএনএ-র থেকে অনেক উন্নত।
রেড্ডির এহেন জাত তুলে কথা বলায় বিজেপি শিবির থেকে নিন্দার ঝড় উঠেছে। উজিয়ারপুরের এমপি নিত্যানন্দ রাই বলেছেন, রেড্ডির বিহারি ডিএনএ মন্তব্য সেই রাজ্যের মানুষের প্রতি অপমান। উনি সমাজের বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। জাত এবং বংশ তুলে কথা বলছেন। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ হায়দরাবাদের লালবাহাদুর স্টেডিয়ামে রেবন্ত রেড্ডির সঙ্গেই শপথ নেন ১০ জন মন্ত্রী। তার মধ্যে ২ জন মহিলা রয়েছেন। মাল্লু ভাট্টি বিক্রমার্ক উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন।
অন্য খবর দেখুন