Thursday, August 7, 2025
HomeBig newsহাজির থাকবেন সোনিয়া, রাহুল, রবিবার বিজয়ভেরি সমাবেশ

হাজির থাকবেন সোনিয়া, রাহুল, রবিবার বিজয়ভেরি সমাবেশ

নবগঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসছে শনিবার

Follow Us :

হায়দরাবাদ: পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) রণকৌশল ঠিক করতে আজ, শনিবার বসতে চলেছে নবগঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটি (Congress Working Committee)। হিমাচল প্রদেশ, কর্নাটকে (karnataka) অভূতপূর্ব সাফল্যে দল অনেকটাই উজ্জীবিত। বিশেষত রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হওয়ার পর সুপ্রিম স্থগিতাদেশকে নৈতিক জয় হিসেবে দেখছেন সমর্থকরা। অপরদিকে, ৭টি উপনির্বাচনের ৪টিতে বিরোধী জোট জিতে যাওয়ায় ইন্ডিয়া জোটের পালেও হাওয়া লেগেছে। এই আবহে শনিবার তেলঙ্গানার (Telengana) রাজধানী হায়দরাবাদে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সভাপতিত্বে হতে চলেছে নবগঠিত সিডব্লুসি-র প্রথম বৈঠক।

ভারত জোড়ো যাত্রার সাফল্যের পর ওয়ার্কিং কমিটিতে দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার সূচি নিয়েও আলোচনা হতে পারে। শনিবার ৩৯ জন সদস্যের বৈঠকের পর রবিবার বর্ধিত অধিবেশনে বসবে। সেখানে সব রাজ্যের সভাপতি এবং পরিষদীয় সদস্যরা উপস্থিত থাকবেন। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় হায়দরাবাদের কাছে কংগ্রেস একটি বিশাল জনসভার আয়োজন করেছে। উল্লেখ্য, ওইদিনটি হল তেলঙ্গানা জাতীয় সংহতি দিবস। ওই সমাবেশে রাজ্যের বিধানসভা ভোট উপলক্ষে পাঁচ প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। প্রসঙ্গত, কর্নাটকের ভোটের আগেও এরকম পাঁচটি অঙ্গীকার করেছিল দল।

আরও পড়ুন: রবিবার হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন, বদল সময়সূচিতেও

হায়দরাবাদে ওয়ার্কিং কমিটির মতো কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক মস্তিষ্কের বৈঠক ডেকে দল বোঝাতে চাইছে আগামী বিধানসভা ভোটে তারা ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে সর্বশক্তিতে ঝাঁপাতে চলেছে। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সরকারের কঠোর সমালোচনাও জনসমাবেশে নেতাদের মুখে শোনা যাবে বলে রাজনৈতিক মহলের অনুমান।

উল্লেখ্য, বৃহস্পতিবারই সনাতন ধর্ম নিয়ে ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি নেতারা এ বিষয়ে কংগ্রেসের বক্তব্য জানতে চাইছেন। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের শরিক ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়া দিতে বলে চলেছে পদ্ম শিবির। এখন দেখার ওয়ার্কিং কমিটি এই বিষয়ে কোনও প্রস্তাব গ্রহণ করে কিনা! কিংবা জনসভায় নেতারা মুখ খোলেন কিনা।

গতকাল মোদি বলেন, সনাতন ধর্মকে খতম করতে চাইছে ইন্ডিয়া জোট। দেশকে এক হাজার বছরের পুরনো দাসত্বের রাজত্বে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। ভোটমুখী মধ্যপ্রদেশে এক জনসভায় ডিএমকের ক্রীড়া-যুবকল্যাণ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধির সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জবাবে একথা বলেন মোদি।
প্রধানমন্ত্রী বলেন, ওরা মুম্বইতে একটি বৈঠক করেছিল। আমার বিশ্বাস ওখানে ওরা ঔদ্ধত্য ও অহঙ্কারী জোট চালানোর নীতি-কৌশল নিয়েছে। এছাড়াও গোপন বেশ কিছু এজেন্ডাও নিশ্চই নিয়েছে। সেটা কী! সেটা হল ভারতের সংস্কৃতির উপর আঘাত হানা। দেশের মানুষের বিশ্বাস ও জ্ঞান, ধর্মকে আঘাত করা। মূল্যবোধ এবং ঐতিহ্য-পরম্পরা যা হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে তা শেষ করে দেওয়া, বলেন মোদি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Priyanka Gandhi | Uttarkashi |উত্তর কাশীতে ভয়/ঙ্ক/র ঘটনা, কীভাবে রোখা সম্ভব? কী বললেন প্রিয়াঙ্কা?
02:54:00
Video thumbnail
Mamata Banerjee | ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর ভাষা মিছিল, কী বার্তা মমতার?
45:20
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:38:40
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | 'গোয়েবেলসের সস্তা ভার্সন মালব্য'
01:48
Video thumbnail
Politics | 'মা গঙ্গা দুয়ারে স্বর্গে যান এবারে'
03:14
Video thumbnail
Bangla Bolche | Tanmay Ghosh | কমিশনকে কাজে লাগিয়ে কী চায় বিজেপি?
02:25
Video thumbnail
Politics | উপরাষ্ট্রপতি বাংলা থেকে, মোদি-শাহ বসবেন বেঁকে?
02:55
Video thumbnail
Bangla Bolche | CPM-Congress | প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট মিলবে কী?
05:19
Video thumbnail
Politics | বিহারে পাঁচ দলের জোট নিয়ে তেজপ্রতাপ পড়বেন ঝাঁপিয়ে
03:28
Video thumbnail
Bangla Bolche | Shatarupa | ভোটার লিষ্ট থেকে বাংলায় ১ কোটি নাম বাদ যেতে পারে?
02:12

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39