Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাসমস্যায় জর্জরিত ম্যান ইউয়ের কঠিন পরীক্ষা, আজ নামছে ম্যান সিটি, লিভারপুলও    

সমস্যায় জর্জরিত ম্যান ইউয়ের কঠিন পরীক্ষা, আজ নামছে ম্যান সিটি, লিভারপুলও    

ব্রাজিলে নারী-নিগ্রহে অভিযুক্ত হয়েছেন রাইট উইঙ্গার অ্যান্টনি

Follow Us :

ম্যাঞ্চেস্টার: নানাবিধ সমস্যায় জর্জরিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) আজ ঘরের মাঠে ব্রাইটনের (Brighton) বিরুদ্ধে খেলতে নামছে। খারাপ পারফর্ম্যান্স তো চলছেই, চার ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে ১১ নম্বরে তারা। এছাড়া অন্য ঝামেলাও রয়েছে। প্রথমত চোট। রাফায়েল ভারানে, লিউক শ, মেসন মাউন্টের (Mason Mount) চোট। ব্রাজিলে নারী-নিগ্রহে অভিযুক্ত হয়েছেন রাইট উইঙ্গার অ্যান্টনি। তাঁকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে গোল বাঁধিয়েছেন জেডন স্যাঞ্চো (Jadon Sancho)।

প্রিমিয়ার লিগের ম্যান ইউয়ের শেষ ম্যাচের আগে কোচ এরিক টেন হাগ (Eric Ten Hag) বলেছিলেন, অনুশীলনে অন্যদের তুলনায় নিম্নমানের পারফর্ম করেছেন স্যাঞ্চো, সেই কারণে তাঁকে দলে রাখা হয়নি। কিন্তু স্যাঞ্চো সংবাদমাধ্যমকে জানান, টেন হাগের কথা ঠিক নয়। কার্যত কোচকে মিথ্যেবাদী প্রমাণ করেন তিনি। এরপর থেকেই দুই তরফে টানাপড়েনের শুরু। ক্লাব সূত্রে খবর টেন হাগের কাছে স্যাঞ্চো ক্ষমা চাইলেই ঝামেলা মিটে যেত, কিন্তু ইংলিশ উইঙ্গার মাথা নত করতে রাজি নন।

আরও পড়ুন: বাংলায় অ্যাকাডেমি গড়বে লা লিগা, মুখ্যমন্ত্রীর উদ্যোগে মাদ্রিদে মউ স্বাক্ষর

ক্লাব কর্তৃপক্ষ তাই স্যাঞ্চোকে শাস্তি দিয়েছে। প্রথম দল থেকে ছেঁটে ফেলা হয়েছে, এমনকী অনুশীলনও সবার আলাদা হয়ে একাকী করতে হচ্ছে স্যাঞ্চোকে। ওয়াকিবহাল সূত্র বলছে, স্যাঞ্চোর ম্যান ইউ ছাড়া সময়ের অপেক্ষা। জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতেই দলবদল করবেন তিনি। বরুসিয়া ডর্টমুন্ড থেকে বহু অর্থের বিনিময়ে, ঢাকঢোল পিটিয়ে আনা হয়েছিল ইংলিশ প্রতিভাকে। কিন্তু সে প্রতিভার ঝলক ম্যান ইউ জার্সিতে দেখা যায়নি।

শনিবার ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টায় ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) খেলা। নতুন আসা ড্যানিশ স্ট্রাইকার র‍্যাসমাস হোয়লুন্ডকে (Rasmus Hojlund) আজ প্রথম এগারোয় দেখা যেতে পারে। আর্সেনাল ম্যাচে শেষ ১৫ মিনিট খেলেছিলেন তিনি, প্রতিশ্রুতি দেখিয়েছেন। প্রসঙ্গত, শনিবার মাঠে নামছে ম্যান সিটি (Man City), টটেনহ্যাম হটস্পার। বিকেল পাঁচটায় প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে খেলতে নামবে লিভারপুল (Liverpool FC)।

RELATED ARTICLES

Most Popular