Sunday, August 3, 2025
HomeCurrent NewsIPL 2022: ডিকের চাই জাতীয় দলের জার্সি

IPL 2022: ডিকের চাই জাতীয় দলের জার্সি

Follow Us :

কয়েকদিন আগেই গিন্নি বিশ্ব সেরা হয়ে দেশে ফিরেছেন জোড়া খেতাব জিতে। স্কোয়াশ সেরা হয়েছেন দীপিকা পল্লিকাল। আর ভারতের বিশ্ব সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে দাপটে খেলে চলেছেন কর্তা – দীনেশ কার্তিক। শনিবারও তিনি আরসিবি’র জয়ের নায়ক। ৩৪ বলে অপরাজিত ৬৬ রান করেন। এবারের টুর্নামেন্টে এটা তাঁর দ্বিতীয় ম্যাচের সেরার সম্মান। দীনেশের লক্ষ্য একটাই, আরও একবার দেশের জার্সি পরে খেলতে নামা।

এই ২০২২ আর ২০২৩ মরশুমে বিশ্ব ক্রিকেট ঠাসা সীমিত ওভারের ক্রিকেটে। আছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আছে ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট। ৩৬ বছরের উইকেটকিপার-ব্যাটারটি এবার এমন ধারাবাহিকতা দেখালে,এলিট ইলেভেনে জায়গা পেয়ে যেতেই পারেন।

https://twitter.com/MomentsIndia/status/1515328854889480204?t=PlVdXtB8gN56VOPX66OXiQ&s=19

এসব নিয়ে লুকোছাপা নেই কার্তিকের। শনিবার ম্যাচের সেরা পুরস্কার নেওয়ার মঞ্চে বলেওছেন সেই কথা। “আমি স্বীকারই করেছি,আমার একটা অনেক বড় লক্ষ্য আছে। আমি প্রচুর খাটছি। অনেক সময় সকলে বিশ্বাস করতে চায় না। আমার লক্ষ্য, দেশের জন্য বিশেষ কিছু করা। এটা জীবনের লড়াইয়ে একটা অঙ্গ। সবকিছু করে চলছি,যাতে জাতীয় দলই জায়গা করে নিতে পারি। সেই বিরাট লক্ষ্যের এটা একটা ধাপ”।

সত্যি ‘কিছু’করেই চলেছেন দীনেশ। দলের হয়ে ৬ টি ম্যাচ খেলে নিলেন। নিচের দিকে ব্যাট করতে আসছেন। তাতেই তাঁর স্ট্রাইক রেট এখন-২১০! মোট রান ১৯৭। সাত নম্বরে ব্যাট করে তিনি আরসিবি’র ম্যাচ উইনার হয়ে গেছেন।

শনিবারও দলকে জেতালেন দিল্লির বিপক্ষে। একটা সময় ব্যাঙ্গালোরের স্কোর ৫ উইকেটে ৯২ রান। এরপর ৩৪ বলে ৬৬ রানে অপরাজিত থেকে দলকে ১৬ রানে জিততে সাহায্য করলেন। সেই ইনিংসে ছিল, ৫ টি করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি!

ছবি:সৌ-টুইটার।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39