Sunday, August 3, 2025
HomeCurrent Newsনতুন রাস্তা থেকে উঠে আসছে চাঙর

নতুন রাস্তা থেকে উঠে আসছে চাঙর

Follow Us :

সি পি ডব্লিউ ডি (CPWD) নতুন রাস্তা তৈরি করেছে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে। তবে, দিন কয়েক যেতে না যেতেই রাস্তা থেকে উঠে আসছে চাঙর। আর তা নিয়েই বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ অনুযায়ী, স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের কালাঞ্চী থেকে হাকিমপুর বিথারী সীমান্ত পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তা নতুন করে বানানো হয়েছে কয়েক লক্ষ টাকা খরচ করে। যদিও তৈরি হওয়ার কিছুদিনের মধ‍্যেই চলাচলের অযোগ্য হয়ে উঠেছে ওই রাস্তা। কারণ ওই রাস্তা তৈরি করতে নিম্নমানের পিচ, স্টোনচিপস ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তা থেকে উঠে আসছে ডেলা ডেলা পিচ।

আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধি, প্রতিবাদে দড়ি দিয়ে টানা হল বাস

 মোট ২২ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হওয়ার কথা থাকলেও তৈরি হয়েছে মাত্র ১১ কিলোমিটার রাস্তা। এটি বিএসএফের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ এখানেই বিএসএফ পেট্রোলিং করে। একই সঙ্গে সীমান্তের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বর্তমানে রাস্তার হাল অত্যন্ত খারাপ, ফলে ছোট যানবাহনও চলার অযোগ্য হয়ে পড়েছে। বহু কৃষক এই রাস্তা দিয়ে জমির ফসল  দূর দূরান্তে নিয়ে গিয়ে বিক্রি করে। তাঁরাও সমস্যায় পড়েছেন। তবে, এই বিষয়ে আধিকারিকরা কোনও মন্তব্য করেননি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39