Tuesday, August 12, 2025
HomeCurrent NewsConstitution Day: শুক্রবার পার্লামেন্টে সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের

Constitution Day: শুক্রবার পার্লামেন্টে সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের

Follow Us :

নয়াদিল্লি: আগামিকাল শুক্রবার ভারতের সংবিধান দিবস৷ দিল্লির সংসদ ভবনের সেন্টার হলে তা যথাযোগ্য মর্যাদায়পালিত হবে৷ কিন্তু, সংসদ ভবনের সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা৷ জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ আরজেডি, সিপিএম, সিপিআই, ডিএমকে ওই অনুষ্ঠান বয়কট করেছে৷ এই সমস্ত রাজনৈতিক দলের সংসদ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন না৷ কারণ কী?

বিরোধীদের অভিযোগ, কেন্দ্র সংসদীয় ব্যবস্থার মর্যাদা দিতে ব্যর্থ৷ সংসদের একাধিক সিদ্ধান্ত এক তরফা ভাবে নিয়ে চলেছে বিজেপির নরেন্দ্র মোদির সরকার৷ তাই, সংবিধানের মর্যাদা রক্ষার্থে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সংসদ প্রতিনিধিরা সেন্টার হলের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না৷ 

স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুযায়ী ২৬ নভেম্বর সংবিধান দিবসের অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তিনি সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন৷ একই সঙ্গে দেশবাসীকে প্রস্তাবনা পাঠের আহ্বান জানাবেন৷  তিনি ছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়ানাইডু ও সাংসদরা৷

এ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধান দিবসে দু’টি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন৷ সকাল এগারোটায় সংসদের সেন্টার হলে উপস্থিত থাকবেন৷ সন্ধেয়  সাড়ে ৫টা নাগাদ বিজ্ঞান ভবনে উপস্থিত থাকবেন৷ প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন৷ 

স্বারাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সংবিধান দিবস উপলক্ষ্যে মহোৎসপ পালন করা হবে৷ সংবিধানের উপর অনলাইন ক্যুইজ প্রতিযোগিতা থাকছে৷ ২৩টি ভাষায় কেন্দ্র সরকারি পোর্টালে সংবিধানের প্রস্তবনা পাঠের ব্যবস্থা থাকছে৷

RELATED ARTICLES

Most Popular