রূপম রায়, নদিয়া: ফের ২ বাংলাদেশী (Banladeshi) সহ একজন দালালকে গ্রেফতার করল নদিয়ার (Nadia) হাঁসখালি থানার পুলিশ (Hanskhali police station) ।
পুলিশ সূত্রে খবর গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ ২ জন বাংলাদেশী এবং একজন দালালকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর গত কয়েকমাস আগে বাংলাদেশীরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ (Entering India illegally) করে। গতকাল রাতে তারা অবৈধ ভাবে সীমান্ত পার করার পরিকল্পনা করছিল । তাই দালালের সাহায্য নিয়েছিল। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে, ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে,আজ আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ।
আরও পড়ুন: সইফের উপর হামকালারী আদতে বাংলাদেশি? ধন্দে মুম্বই পুলিশ
গোটা রাজ্যজুড়েই বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গতকাল বাঁকুড়া (Bakura) জেলার বিভিন্ন জায়গায় ছদ্মবেশী বাংলাদেশীরা (Bangladeshi) ভোটার কার্ড (Voter Card) তৈরি করে আস্তানা গাড়ছে” প্রকাশ্য সভায় দাবি করে দলের কর্মীদের সতর্ক করেন ওন্দার বিজেপি বিধায়ক (Bjp MLA) অমরনাথ শাখা (Amaranath Shakha)। অপরদিনে অমরনাথের এই বক্তব্যকে উস্কানিমূলক বলে পাল্টা দাবি তৃণমূলের (Tmc)।
অন্যদিকে বলি অভিনেতা সইফ আলি কাণ্ডে মহারাষ্ট্রের (Maharashtra) থানে এলাকা থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ (Mumbai Police)। রবিবার ভোরে তাকে আটক করা হয়। ধৃত ব্যক্তি নিজের নাম মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ বলে দাবি করলেও হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে মুম্বই পুলিশ। তার কাছে কোনও ভারতীয় বৈধ নথি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নাম ভাঁড়িয়ে সে কখন বিজয় দাস নামেও নিজের পরিচয় দিয়েছে। পুলিশের অনুমান ধৃত একজন বাংলাদেশী। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার ডিসিপি দীক্ষিত গোদাম জানিয়েছেন, ধৃতের কাছ থেকে ভারতীয় নাগরিকত্বের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই মনে হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক হতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দেখুন অন্য খবর: