উলুবেড়িয়া: টিআই প্যারেডে ধৃতদের শনাক্ত করার জন্য আনিসের বাবা সালেম খানকে শুক্রবার নিয়ে যাওয়া হল উলুবেড়িয়া জেলে। তাঁর সঙ্গে ছিলেন আনিসের দাদা সাবির খান ও পরিবারের অন্যান্য সদস্যরা।
আনিস-কাণ্ডে ইতিমধ্যে দুজন পুলিসকর্মীকে গ্রেফতার করেছে পুলিস। তাদের চিহ্নিত করতে শুক্রবার সিটের তরফে আনিসের বাবাকে টিআই প্যারেডে নিয়ে যাওয়া হয়। পুলিসের উপর ভরসা করতে না পেরে বারবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার। তবে আদালত ভরসা রেখেছে সিটের তদন্তের উপরেই। পরিবারকে পুলিসের সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় আদালত। এরপরই এদিন টিআই প্যারেডে যাওয়ার সিদ্ধান্ত নেয় আনিসের পরিবার। পরিবারের দাবিমতো আনিসের কবরের কাছে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে পুলিসও। আদালতে উপস্থিত আছেন ম্যাজিস্ট্রেট, রয়েছেন পরিবারের আইনজীবীরাও। আদালত চত্বর ঘিরে ব্যাপক পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মানুষ ভিড় জমায় আদালতে।
আরও পড়ুন: Barack Obama on Russia-Ukraine Conflict: বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান ওবামার