কলকাতা টিভি ওয়েড ডেস্ক : অনুব্রত মণ্ডলের ১৪ দিন জেল হেফাজতের পর বোলপুরে তৃণমূলের বিরাট প্রতিবাদ মিছিল। মিছিলে জেলার প্রথম সারির নেতারা। ছিলেন তৃণমূল বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী সকলে। এ দিকে, আসানসোল সংশোধনাগার সূত্রে খবর, আর পাঁচ জন বন্দির সঙ্গে রাখা হবে না অনুব্রত মণ্ডলকে। আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে তাঁকে।
অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বোলপুরে মিছিলের পাল্টা আজ তৃণমূল মহামিছিলের ডাক দিয়েছিল। দুপুর তিনটে নাগাদ বোলপুরের ডাক বাংলো ময়দান থেকে মিছিলের আয়োজন করেছে শাসক দল। যদিও তৃণমূল এই মিছিলকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল বলে দাবি করছে। রাজনৈতিক মহল মনে করছে, এটি বিজেপির সুকান্ত মজুমদারের মিছিলের পাল্টা মিছিল করছে তৃণমূল।
প্রসঙ্গত, আজ ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত গরু পাচার কাণ্ডে অনুব্রতকে জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। বুধবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করে সিবিআই। এক ঘন্টা ধরে চলে শুনানি পর্ব।