Sunday, August 3, 2025
Homeজেলার খবরHigher Secondary Exam: বগটুই থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হল রামপুরহাটে

Higher Secondary Exam: বগটুই থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হল রামপুরহাটে

Follow Us :

রামপুরহাট পরীক্ষার দুদিন আগেই বগটুই গ্রামের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের (Higher Secondary Exam) সরিয়ে নেওয়া হল বগটুই গ্রাম থেকে।  সকলে যাতে অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেই কারণেই প্রশাসনের তরফ থেকে নিয়ে যাওয়া হল রামপুরহাট (Rampurhat) শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের আবাসনে।

গ্রামে এখনও টোটো যাওয়া আসা করে না।  বাড়ি থেকে বেরোতে ভয় পান বগটুইয়ের বাসিন্দারা।  দীর্ঘদিন ধরে বন্ধ টিউশন।  তার মধ্যেই উচ্চমাধ্যমিক কেমন হবে তা নিয়ে আশঙ্কায় ছিল সকলেই।  এই পরিস্থিতিতে প্রশাসনের ব্যবস্থায় খুশি পরীক্ষার্থী-সহ অভিভাবকেরা।

২ এপ্রিল, শনিবার ।  শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক (Hs Exam 2022) ।  রামপুরহাটের বগটুই গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৬।  ফর্ম পূরণ করেননি ৪ জন ।  ২ এপ্রিল ২২ জনের পরীক্ষা দিতে যাওয়ার কথা ।  সব কিছুই ঠিকঠাক চলছিল ।  গত ২১ মার্চের রাতটা সব কিছু ওলটপালট করে দিয়েছে ।  তারপর আতঙ্ক আর আশঙ্কার মেঘ ।

আরও পড়ুন- Rampurhat CBI: ভাদু-ঘনিষ্ঠ লালনের বাড়ি থেকে সিসিটিভি উদ্ধার, মিলবে কি অগ্নিকাণ্ডের রাতের ফুটেজ?

আগুনের তাপ (Rampurhat political violence) আর হুমকির আতঙ্ক কাটিয়ে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে পারবে তো তারা ! আতঙ্ক-আশঙ্কা বাড়ছিল ।  ঠিক তখনই দুয়ারে পৌঁছন জেলাশাসক ।  আশ্বাস দেন ।  শান্তিতে পরীক্ষা (Hs Examination) দিতে যেতে বলেন ।  পুলিস আছে , প্রশাসন তৈরি,  কোনও ভয় নেই, অতীত ভুলে পড়ায় মন দিন ।

রাজ্যের আর পাঁচটা জায়গার মতো বগটুই গ্রামের ২২ পড়ুয়ারও এ বছর পরীক্ষায় বসার থাকলেও জেলাশাসকের আশ্বাসের পরেও যেন আতঙ্ক কাটছিল না।  এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে তা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়েছিল পরীক্ষার্থী-সহ অভিভাবকদের।  সেই চিন্তা দূর করতেই এবার পদক্ষেপ করল প্রশাসন।

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39