ডায়মন্ড হারবার: দহনজ্বালায় জ্বলছে রাজ্য। শুষ্ক গরমে ঘর থেকে বাইরে বেরোলেই নাক-মুখ জ্বলে যাচ্ছে। এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকায় বাড়ছে ডায়রিয়ার (Diarrhoea) প্রকোপ। গ্রামজুড়ে অসুস্থ শিশু, মহিলা ও পুরুষ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ডায়মন্ড হারবার (Diamond Harbour) থানার চাঁদনগর মল্লিকপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে।
জানা গিয়েছে, গত সোমবার রাত থেকে ডায়মন্ড হারবার ২ নং ব্লকের চাঁদনগর মল্লিকপাড়া এলাকায় হঠাৎ ডায়রিয়াতে আক্রান্ত হতে থাকেন এলাকার বাসিন্দারা। পরে তাঁদের চিকিৎসার জন্য সরিষা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশকিছু আক্রান্তের চিকিৎসা হলেও বাকিদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অনেকের চিকিৎসা চলছে বাড়িতেই। একই পরিবারের একাধিক সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর।
আরও পড়ুন:Yogi Adityanaths | এনকাউন্টারে আসাদ খতম, মাফিয়াদের মাটির সঙ্গে মিশিয়ে দেব, সদর্প ঘোষণা যোগীর
তবে হঠাৎ কেন এভাবে গ্রামের মানুষজন ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন, তার কারণ কেউ বুঝে উঠতে পারছেন না। এদিকে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না, এমনটাই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত সুকুল জানান, তীব্র গরমে নানান সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য দফতর সবরকম ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দফতর থেকে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ টিম পাঠানো হয়েছে। সামগ্রিক ঘটনার উপর নজর রাখা হচ্ছে। স্বাস্থ্যভবন থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এরই পরে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন।