Friday, August 8, 2025
Homeজেলার খবরকলকাতা টিভির খবরের জের, সিউড়ির রাস্তা সংস্কারে ব্যবহৃত হল পাথরের ডাস্ট

কলকাতা টিভির খবরের জের, সিউড়ির রাস্তা সংস্কারে ব্যবহৃত হল পাথরের ডাস্ট

Follow Us :

সিউড়ি : কলকাতা টিভির খবরের জের। রাস্তা তৈরির কাজে ইটের বদলে পাথরের ডাস্ট ব্যবহার করা হল। বীরভূমের সিউড়িতে জেলা প্রশাসন ভবনের সামনে বেহাল দশায় পড়েছিল নেতাজি সুভাষ রোড। সেই রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছিলেন সিউড়ি থানার পুলিশ। খানাখন্দে ভরা রাস্তায় বারে বারে যানজটের সৃষ্টি হচ্ছিল। সমস্যায় পড়ছিলেন নিত্যযাত্রীরা। তাঁদের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার সিউড়ি থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিজেদের উদ্যোগে শুরু করেন রাস্তা সারাইয়ের কাজ। পুলিশের এই রাস্তা মেরামতির খবর করেছিল কলকাতা টিভি।

আরও পড়ুন : লাঠি-পিস্তল ছেড়ে রাস্তা সারাইয়ের কাজে সিউড়ি থানার পুলিশ

জেসিবি মেশিন দিয়ে রাস্তা সারাইয়ের পাশাপাশি কোদাল বেলচা হাতে রাস্তা সংস্কার করেছেন সিউড়ি থানার পুলিশ কর্মীরা। তাঁরা কী ভাবে ইট দিয়ে রাস্তার খানাখন্দগুলো ভরাটের চেষ্টা করছেন, সেই সব কিছুই দেখানো হয় কলকাতা টিভির পর্দায়। এই খবর প্রকাশ্যে আসার পরেই রাস্তা মেরামতের কাজ আর ব্যবহৃত হল না ইট। পুলিশের উদ্যোগে রাস্তার সারানোর কাজ জারি থাকলেও সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার রাতে খানাখন্দ বোঝানোর কাজে পাথরের ডাস্ট ব্যবহৃত হল। সেদিন রাতে বেলচা ও কোদাল হাতে না থাকলেও দাঁড়িয়ে থেকে রাস্তার কাজ করিয়েছে সিউড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার PWD কর্তৃপক্ষের মতপার্থক্য দেখা দিলেও নিজেদের কাজ জারি রেখেছিল পুলিশ।

RELATED ARTICLES

Most Popular