Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsT20 WorldCup: দল ঘোষণার পরই নেতৃত্ব ছাড়লেন রশিদ খান !

T20 WorldCup: দল ঘোষণার পরই নেতৃত্ব ছাড়লেন রশিদ খান !

Follow Us :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড । বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া টুইটারে নিজেদের দলের ক্রিকেটারদের নাম জানায় ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর ধোনি

১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয় রশিদ খানকে। কিন্তু এমন টুইটার পোস্টের ২০ মিনিট পার না হতেই নেতৃত্ব দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন এই তারকা ক্রিকেটার। কেন এমন কান্ড? দল নির্বাচনে তাঁর মতামত নেওয়া হয়নি। তাই এমন সিদ্ধান্ত নিলেন বলে টুইটারে জানিয়েছেন রশিদ খান।

এদিকে এসিবির টুইটার অ্যাকাউন্ট থেকে ঘোষণা করা দল নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। টুইটারে পোস্ট করা এক বার্তায় রশিদ জানিয়েছেন, ‘অধিনায়ক ও জাতির দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি দল নির্বাচন কাজের অংশ হওয়ার অধিকার রাখি। সব দেশের জাতীয় দল গড়ার সময় এটা হয়। এসিবি মিডিয়া যে স্কোয়াড ঘোষণা করেছে তার জন্য আমার কোনো অভিমত নেওয়া হয়নি। আমি আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তানের হয়ে খেলা আমার জন্য সবসময় গর্বের।’

এদিকে বিশ্বকাপ দলে সর্বোচ্চ ১৫ সদস্য থাকার কথা থাকলেও এসিবি ঘোষিত স্কোয়াডে সদস্য সংখ্যা ১৮ জন। তাই স্কোয়াডটি নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। মনে করা হচ্ছে, আই সি সি-র নিয়ম অনুযায়ী ১৫ জন আর রিজার্ভ তিন ক্রিকেটার নিয়ে মোট ১৮ জনের দল ঘোষণা করে দিয়েছে। কিন্তু কোন তিন ক্রিকেটার রিজার্ভ ক্রিকেটার, সেটা জানানো হয় নি। এটা জানাতেই হবে। দেখার বিষয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নুতন কর্তারা রশিদকে সামলে কিভাবে অবস্থা সামাল দেয়।

ছবি: সৌ- টুইটার

RELATED ARTICLES

Most Popular