কুলপি: ছামনাবনিতে বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন অঞ্চল কার্যকরী সভাপতিকে গ্রেফতার করলো কুলপি থানার পুলিশ। ধৃতের নাম শাহাদাৎ পিয়াদা। গত রবিবার ছামনাবনি গ্রামের একাধিক জায়গা থেকে ২৪টি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। এরপরেই রাতে শাহাদাৎ পিয়াদাকে গ্রেফতার করা হয়।
অবশ্য যুব তৃণমূলের প্রাক্তন অঞ্চল কার্যকরী সভাপতির গ্রেফতারে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বলেন, শাহাদাৎ পিয়াদার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই, তিনি আইএসএফের কর্মী। অবশ্য ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি নস্যাৎ করে আইএসএফ নেতা বাহাউদ্দিন মোল্লা বলেন, আইএসএফে দুষ্কৃতীদের কোনও জায়গা নেই। তৃণমূল কংগ্রেস নিজেদের ব্যর্থতা ঢাকতে অস্বীকার করছে যে শাহাদাৎ পিয়াদা তাদের অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নয়।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল কংগ্রেস আইএসএফের নামে দোষ দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করছে। ধৃত শাহাদাৎ পিয়াদা এলাকায় তৃণমূল যুব নেতা বলেই পরিচিত।
অবশ্য শাহাদাৎ পিয়াদার বাড়ির লোকজন জানায়, আগে তৃণমূল কংগ্রেসের গাজিপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন। বর্তমানে তিনি রাজনীতিতে সক্রিয় নন। তাই চক্রান্ত করে তাঁকে গ্রেফতার করিয়েছে তৃণমূল কংগ্রেস। ধৃতের বিরুদ্ধে পুলিশ বিভিন্ন ধারায় মামলা রুজু করে আজ, সোমবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করে।