Friday, August 8, 2025
HomeCurrent NewsNadia: নাকাশিপাড়ায় নাবালক প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ফাঁকা বাড়ি থেকে

Nadia: নাকাশিপাড়ায় নাবালক প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ফাঁকা বাড়ি থেকে

Follow Us :

নদিয়া: ঘরের ভিতর থেকে দুই স্কুলপড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। নদিয়ার নাকাশিপাড়া থানার সত্যপুর গ্রামের ঘটনা। পুলিস জানায়, সোনাতলা স্কুলের নবম শ্রেণিতে পড়ত ওই দুই ছাত্র-ছাত্রী। তাদের প্রেমের সম্পর্ক ছিল। পুলিস আরও জানিয়েছে, মৃত ছাত্রের বয়স ১৬ এবং ছাত্রীর বয়স ১৪। বাড়ির অদূরে একটি টিনের নবনির্মিত বাড়ি থেকে বুধবার তাদের দেহ উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, দুই পড়ুয়ার বাড়ি নাকাশিপাড়া থানার ছোট শিমুলিয়া গ্রামে। প্রেমিক ছাত্রের পরিবারের একটি নতুন বাড়ি রয়েছে সত্যপুরে। স্কুল এবং বাড়ি থেকে ওই নতুন বাড়িটি কিছুটা দূরে। নতুন ওই ফাঁকা বাড়িতে প্রায়ই যেত দুই পড়ুয়া। তা নিয়ে একাধিকবার আপত্তি তোলেন গ্রামবাসীরা। প্রতিবাদও করেন তাঁরা।

বুধবার দুই পড়ুয়া টিউশন পড়তে যাওয়ার নাম করে সত্যপুরের ওই ঘরে গিয়েছিল। অনেকক্ষণ হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। তারপরই সত্যপুরের নতুন ঘর থেকে দুই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে নাকাশিপাড়া থানার পুলিস।

আরও পড়ুন: Calcutta HC: চার ধর্ষণ মামলার তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ আদালতে

এলাকার পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ ঘোষ বলেন, এর আগেও অনেকবার অভিযোগ এসেছে, ওই দুই পড়ুয়া ফাঁকা বাড়িতে প্রায় আসত। তা নিয়ে ঝগড়াঝাঁটিও হয়। এদিন ওরা আবার ওই বাড়িতে আসার পর আমার কাছে অভিযোগ আসে। তার কিছুক্ষণ পরই জানতে পারি, দুজনে গলায় দড়ি দিয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখবে পুলিস।

RELATED ARTICLES

Most Popular